ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের কাউন্সিল দেশবাসীকে কিছু দিতে পারেনি ॥ ফখরুল

প্রকাশিত: ০৫:৫১, ২৭ অক্টোবর ২০১৬

আওয়ামী লীগের কাউন্সিল দেশবাসীকে কিছু দিতে পারেনি ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ জাতীয় কাউন্সিল থেকে দেশবাসীকে কিছু দিতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্সতে ‘জিয়া সাইবার ফোর্স’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধন অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অবিলম্বে রামপাল বিদ্যুত প্রকল্প বাতিলের দাবি জানিয়ে ফখরুল বলেন, তা না হলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ প্রকল্প বাতিল করতে সরকারকে বাধ্য করা হবে। তিনি বলেন, রামপাল ইস্যুতে বিছিন্নভাবে কোন কিছু করা যাবে না। শ্রদ্ধেয় আনু মোহাম্মাদ স্যাররা যে আন্দোলন করছেন সেই আন্দোলনকে আমরা সর্মথন করি। তাদের উচিত হবে আমাদের এই সমর্থনটাকে গ্রহণ করা এবং সমগ্র জাতিকে এ ব্যাপারে ঐক্যবদ্ধ করার জন্য এগিয়ে আসা। ফখরুল বলেন, এ সরকার জনগণের মতামতের কোন তোয়াক্কা করে না। তাই আমাদের গণতন্ত্র বিনাশের যে চক্রান্ত চলছে সেই চক্রান্তকে ধ্বংস করতে হবে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখার যে চক্রান্ত তা প্রতিরোধ করতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, শুধু-ভয়ভীতি ত্রাস সৃষ্টি করে দেশের মানুষকে বেশিদিন আটকিয়ে রাখা যায় না। আর আটকে রাখতে পারবে না বলেই সরকার একের পর এক ভুল করে চলেছে। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমরা যদি নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে না পারি, আমাদের ওপর আগ্রাসন ও আক্রমণ যদি আমরা প্রতিরোধ না করতে পারি তাহলে অন্য কেউ এসেছে সেটা করে দিয়ে যাবে না। আয়োজক সংগঠনের সভাপতি অহিদুজ্জামান দীপুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, দলের সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স প্রমুখ।
×