ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ডাক

১২ নবেম্বর সোহ্্রাওয়ার্দী উদ্যানে জঙ্গীবাদবিরোধী সুন্নি মহাসমাবেশ

প্রকাশিত: ০৫:৩৭, ২৫ অক্টোবর ২০১৬

১২ নবেম্বর সোহ্্রাওয়ার্দী উদ্যানে জঙ্গীবাদবিরোধী সুন্নি মহাসমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১২ নবেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জঙ্গীবাদবিরোধী সুন্নি মহাসমাবেশের ডাক দিয়েছে দেশের সুন্নি সম্প্রদায়ের ঐক্যবদ্ধ জোট আহলে সুন্নাত ওয়াল জামা’আত। সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জঙ্গীবিরোধী এ মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় কমিটি বলেছে, মহাসমাবেশে কয়েক হাজার দরবার, খানকাহ, দরগাহ’র পীর-মাশায়েখ-সাজ্জাদানশীন এবং তাদের বিশ লক্ষাধিক অনুসারী উপস্থিত হবেন। আহলে সুন্নাত ওয়াল জামা’আত নেতৃবৃন্দ জঙ্গীদের ইসলামের শত্রু অভিহিত করে বলেছেন, সুন্নি ও সুফী ভাবধারার চরম শত্রু জঙ্গীবাদ এখন বাংলাদেশে ভয়াবহ রূপধারণ করেছে। সুন্নি ও সুফী চিন্তাধারার অনুসারীদের জন্য মারাত্মক হুমকি হিসেবে আবির্ভূত হওয়া জঙ্গীবাদ রুখতে জাতীয় জাগরণ অনিবার্য হয়ে উঠেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সদস্য সচিব এ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। উপস্থিত ছিলেনÑ সংগঠনের প্রধান সমন্বয়ক মাওলানা এমএ মতিন, আলহাজ মাওলানা আল্লামা এমএ মান্নান, পীরে তরিকত অধ্যক্ষ আল্লামা শেখ আব্দুল করিম সিরাজনগরী, আলহাজ মাওলানা এমএ মতিন, পীরে তরিকত শাহ সুফী বদরুদ্দোজা বারী, পীরে তরিকত মাওলানা সৈয়দ মছিহুদ্দৌলাহ, এ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, আলহাজ মাওলানা আল্লামা স.উ.ম আব্দুস সামাদ, আলহাজ মাওলানা অধ্যক্ষ আবুল ফরাহ ফরিদুদ্দিন, মাওলানা উপাধ্যক্ষ আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, আলহাজ পিয়ার মোহাম্মদ (কমিশনার), আলহাজ মাওলানা আ.ন.ম মাসঊদ হোসাইন আল কাদেরী, মাওলানা কাযী মুদাচ্ছের হাশেমী, সৈয়দ মুজাফফর আহমাদ, অধ্যক্ষ আবু জাফর মাঈনুদ্দীন, মুহাম্মদ নুরুরল হক চিশতী, গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, মুহাম্মদ মাসুদ হুসাইন, মুহাম্মদ ইমরান হুসাইন তুষার প্রমুখ। সদস্য সচিব এ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন, আহলে সুন্নাত ওয়াল জমা’আত সমন্বয় কমিটি সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে জনমত তৈরি, বিশ্বব্যাপী মুসলিম গণহত্যা বন্ধের দাবি এবং ইসলামের শান্তিময় বাণী সর্বস্তরের জনতার কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে ১২ নবেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জঙ্গীবাদবিরোধী সুন্নি মহাসমাবেশ আয়োজন করেছে। ওই মহাসমাবেশে কয়েক হাজার দরবার, খানকাহ, দরগাহ’র পীর-মাশায়েখ-সাজ্জাদানশীন এবং তাদের বিশ লক্ষাধিক অনুসারী উপস্থিত হবেন বলে আশা করছি। তিনি বলেন, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে শত শত বছর ধরে চলমান ইহুদীবাদী ষড়যন্ত্রের ধারাবাহিকতার এক অত্যাধুনিক জঘন্যতম অধ্যায়ের নাম তথাকথিত জঙ্গীবাদ। ইসলাম ও মুসলমানদের সম্ভাবনাময় ভবিষ্যতকে সর্বনাশ করতে পাশ্চাত্যে এ অভিনব সন্ত্রাসবাদের প্রজনন হচ্ছে। ভারতবর্ষ খাজা মঈনুদ্দিন চিশতির (রা) বিজয়ের পর সাত শ’ বছর মুসলমানদের হাতে শাসিত হলেও সেখানে হিন্দুরাই রয়ে গেছে সংখ্যাগরিষ্ঠ এবং এখনও সেখানে মসজিদের চেয়ে মন্দিরের সংখ্যা অনেক বেশি। ইসলামে জবরদস্তি থাকলে এ পরিসংখ্যান হতো বিপরীত। সুতরাং ইসলামের এমন উদার নীতির ধারক সুফীবাদী সুন্নি ওলামা-মাশায়েখরাই পারেন জঙ্গীবাদের অসারতা প্রমাণ করে দেশ ও ইসলামের জন্য শান্তির বাণী প্রতিষ্ঠা করতে। প্রধান সমন্বয়ক মাওলানা এমএ মতিন বলেন, এ পর্যন্ত এ সুফীবাদীরা শুরু থেকেই জঙ্গীবাদের বিরুদ্ধে সুস্পষ্ট ভূমিকা পালন করে আসছে এবং ২০১৩ সালের ২০ এপ্রিল চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে দশ লাখ মানুষের মহাসমাবেশ থেকে জঙ্গীবাদের স্বরূপ উন্মোচন করে দিয়েছিল। ১২ নবেম্বর মহাসমাবেশ জঙ্গীবাদবিরোধী সেই মহাসমাবেশের ধারাবাহিকতা।তিনি আরও বলেন, সুন্নি ও সুফী ভাবধারার চরম শত্রু জঙ্গীবাদ এখন বাংলাদেশে ভয়াবহ রূপধারণ করেছে। সুন্নি ও সুফী চিন্তাধারার অনুসারীদের জন্য মারাত্মক হুমকি হিসেবে আবির্ভূত হওয়া জঙ্গীবাদ রুখতে জাতীয় জাগরণ অনিবার্য হয়ে উঠেছে।
×