ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম

শেয়ারে ট্যাক্সিতে উঠে হত্যার শিকার হচ্ছে যাত্রী

প্রকাশিত: ০৩:৫২, ২৪ অক্টোবর ২০১৬

শেয়ারে ট্যাক্সিতে উঠে হত্যার শিকার হচ্ছে যাত্রী

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ ছিনতাইকারীদের হাতে হত্যার শিকার হচ্ছে পথচারী ও শেয়ারে সিএনজি ট্যাক্সির যাত্রীরা। এক্ষেত্রে বিভিন্ন রুটে ছিনতাই চক্রের সদস্যরা সিএনজি ট্যাক্সিতেও হানা দিচ্ছে। গত ১৩ অক্টোবর চট্টগ্রামের খুলশী থানাধীন লোহারপুল এলাকায় অজ্ঞাত লাশ উদ্ধারের মধ্য দিয়ে ছিনতাই চক্রের হত্যাকা-ের বিষয়টি উঠে এসেছে। এক্ষেত্রে ছিনতাইকারীদের হাতে সিইপিজেডের সিটেক গার্মেন্টসের স্টোর সহকারী জাহাঙ্গীর আলম হত্যা ঘটনার ক্লু উদঘাটন করেছে পুলিশ। এ হত্যাকা-ের ঘটনায় গ্রেফতারকৃত চার ছিনতাইকারী চট্টগ্রাম আদালতে শুক্র ও শনিবার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। এছাড়া ১৪ অক্টোবর ভোর ৪টায় খুলশী থানাধীন পাহাড়তলী চক্ষু হাসপাতালের সামনে আরেক অজ্ঞাত খুনের ঘটনাও প্রায় উদঘাটিত বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, গত ১৩ অক্টোবর রাত ৮টায় খুলশী থানাধীন আমবাগান ভাঙ্গারপুল এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। সিএনজি ট্যাক্সি থেকে এ লাশ ওই এলাকায় ফেলে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয়রা। এরই ভিত্তিতে শুরু হয় তদন্ত। অবশেষে অজ্ঞাত লাশের পরিচয় মেলে স্ত্রী লায়লা বেগমের মাধ্যমে। নিহত ভিকটিমের নাম জাহাঙ্গীর আলম (৩৫)। ফেনী জেলার ছাগলনাইয়া পশ্চিম পাঠাননগর এলাকার নতুন বাড়ির মৃত বদিউজ্জামানের ছেলে জাহাঙ্গীর চট্টগ্রামের ইপিজেডের সিটেকস গার্মেন্টসে স্টোর সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন বাড়ি যাওয়ার জন্য সিএনজি ট্যাক্সিতে চড়ে অলংকার মোড়ের উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন। পথিমধ্যে এ ঘটনা ঘটিয়েছে ছিনতাইকারী চক্র। এ ব্যাপারে পাঁচলাইশ জোনের সিনিয়র সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম জানান, মূলত ছিনতাই চক্রের সদস্যরাই বেকায়দায় পড়ে ছিনতাইয়ের শিকারকে হত্যা করছে। এমন তথ্য উঠে এসেছে জাহাঙ্গীর হত্যায় গ্রেফতারকৃত চার ছিনতাইকারীর জিজ্ঞাসাবাদে। গত ১৪ অক্টোবর ভোরে খুলশী থানাধীন পাহাড়তলী চক্ষু হাসপাতালের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত নাছির উদ্দিন হত্যার ঘটনায় পিআইবি দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। ঘটনার দিন ছিনতাই চক্রের সদস্য নুর হোসেন, নাছির, মহিনউদ্দিন ও চালক সোহেল বন্দর থানার নিমতলা এলাকার বিশ্বরোডের মোড়ে ওৎপেতে ছিল। যে কোন পথচারী বা যাত্রীকে ঘায়েল করে সর্বস্ব লুটে নেয়ার ঘটনা এর আগেও অনেক ঘটিয়েছে এ চক্রের সদস্যরা। সর্বশেষ, গত ১৩ অক্টোবর সন্ধ্যায় বাসের জন্য অপেক্ষা করছিলেন জাহাঙ্গীর। ইপিজেড থেকে চাকরি শেষে বাড়ি যাওয়ার কথা ছিল তার। বিশ্ব রোডের মোড় থেকে চার ছিনতাইকারী চক্রের সদস্যের পাতানো শেয়ার ট্যাক্সিতে উঠে জাহাঙ্গীর অলঙ্কার যাওয়ার উদ্দেশে।
×