ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইএস নেতারা পালিয়েছে

মসুলে বড় ধরনের অভিযান কুর্দীদের

প্রকাশিত: ০৫:৪৯, ২১ অক্টোবর ২০১৬

মসুলে বড় ধরনের  অভিযান কুর্দীদের

ইরাকের মসুল শহরের পূর্ব ও উত্তর দিকে বড় ধরনের অভিযান শুরু করেছে কুর্দী যোদ্ধারা। শহরটি থেকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীদের বিতাড়িত করতে অভিযান চলছে। এদিকে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বৃহস্পতিবার বলেছেন, আইএসের কাছ থেকে মসুল পুনর্দখলের লড়াইয়ে প্রত্যাশার চেয়ে বেশি অগ্রগতি অর্জন করেছে ইরাকী বাহিনী। সোমবার থেকে এই অভিযান শুরু হয়েছে। খবর বিবিসি ও এএফপির। ইরাকী বাহিনী শহরের দক্ষিণ দিক থেকে অভিযান শুরু করেছে এবং ইরাকের বিশেষ বাহিনী বৃহস্পতিবার এই অভিযানে যোগ দিয়েছে। মার্কিন সেনাবাহিনী বলেছে, আইএস নেতাদের মসুল থেকে পালিয়ে যাওয়ার ইঙ্গিত মিলেছে। তবে শহরে এখনও পাঁচ হাজারের বেশি আইএস যোদ্ধা রয়েছে। কুর্দী যোদ্ধা বলেছে, তাদের অভিযান তিনটি ক্ষেত্রে চলে এবং এর ফলে কুর্দী ও ইরাকী নিরাপত্তা বাহিনীগুলো অগ্রগতি অর্জন করেছে। ইরাকে আইএসের শেষ শক্ত ঘাঁটির চারপাশ ঘিরে ফেলার লক্ষ্যে এ অভিযান শুরু করা হয়েছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, তাদের উদ্দেশ্য হলো বাশিকা শহর ও এর আশপাশের ২০টি গ্রাম আইএস মুক্ত করা এবং কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইএসের চলাচল নিয়ন্ত্রণ করে নিরাপত্তা নিশ্চিত করা। ফ্রান্সে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক বৈঠকে ভিডিও কনফারেন্সের আবাদি বলেন, আমাদের প্রত্যাশা ও পরিকল্পনার চেয়েও আমরা দ্রুত অগ্রগতি লাভ করেছি। বৈঠকে ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, জিহাদিরা ইতোমধ্যেই মসুল থেকে ইরাকের প্রতিবেশী দেশ সিরিয়ায় আইএসের শক্ত ঘাঁটি রাকায় পালিয়ে গেছে। তিনি বলেন, মসুল থেকে রাকায় পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের পিছু ধাওয়া করার মতো ভুল আমরা করতে পারি না এবং মসুল থেকে তারা অদৃশ্য হয়ে যাবে, সেটিও আমরা মেনে নিতে পারি না। যুক্তরাষ্ট্র, তুরস্ক, উপসাগরীয় দেশগুলো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যসহ প্রায় ২০টি দেশের প্রতিনিধিরা এ বৈঠকে যোগ দেন। মসুল অভিযানের অগ্রগতি মূল্যায়নে প্যারিসে আগামী মঙ্গলবার মার্কিন নেতৃত্বাধীন জোটের প্রতিরক্ষামন্ত্রী বৈঠক অনুষ্ঠিত হবে। ইরাকী মেজর জেনারেল মান আল সাদি জানিয়েছেন, ইরাকী বিশেষ বাহিনী বৃহস্পতিবার ভোররাতে মসুল অভিযানে যোগ দিয়েছে, তারা মসুলের নিকটবর্তী বাতাল্লা শহরের দিকে অগ্রসর হচ্ছে। মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী বিমান হামলা চালিয়ে এ অভিযানে আইএসবিরোধী বাহিনীগুলোকে সমর্থন দিচ্ছে। এর আগে মার্কিন সামরিক বাহিনীর জেনারেল গ্যারি ভোলেস্কি বলেছেন, মসুলের বাইরে আমি কিছু চলাচল লক্ষ্য করেছি; আইএস নেতারা পালিয়ে যাচ্ছে আমরা এমন ইঙ্গিত পেয়েছি। তবে কে পালিয়ে যাচ্ছে বা তারা কোথায় পালিয়ে যাচ্ছে, এ বিষয়ে নির্দিষ্ট করে তিনি কিছু বলেননি।
×