ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির কাছে ডেনমার্কের নব নিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয় পেশ

প্রকাশিত: ০৪:২৮, ২০ অক্টোবর ২০১৬

রাষ্ট্রপতির কাছে ডেনমার্কের নব নিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয় পেশ

কূটনৈতিক রিপোর্টার ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের নিকট পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মাইকেল হেমনিটি উইনথার। বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তিনি তার পরিচয়পত্র পেশ করেন। ঢাকার ডেনিশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রাষ্ট্রপতির নিকট পরিচয়পত্র পেশকালে ডেনমার্কের নবনিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে টেকসই ও দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য, উন্নয়ন সহযোগিতাও অব্যাহত রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। তিনি এই সম্পর্ক অব্যাহত রাখার অঙ্গীকার করেন। ডেনিশ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে অবস্থানকালে দুই দেশের মধ্যে আরও গভীর সম্পর্ক তৈরি করার লক্ষ্যে কাজ করবেন। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করেই দুই দেশের মধ্যে আরও সহযোগিতা বাড়াবেন বলে তিনি জানান। ডেনিশ রাষ্ট্রদূত উইনথার গত ৭ সেপ্টেম্বর ঢাকার ডেনমার্ক দূতাবাসে যোগ দিয়েছেন। এর আগে তিনি থাইল্যান্ড ও ইরাকের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। তিন দশক ধরে তিনি ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন। ট্রাস্ট স্কুল এ্যান্ড কলেজে আলোকচিত্র প্রদর্শনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে ‘ইতিহাস কথাবলে সংগ্রাম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা ট্রাস্ট স্কুল এ্যান্ড কলেজ ক্যাম্পাসে বুধবার অনুষ্ঠিত হয়েছে। দুই পর্বের এ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ বশির আহাম্মেদ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লে. কর্নেল (অব) কাজী সাজ্জাদ আলী জহির, বীরপ্রতীক। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম থেকে স্বাধীনতা অর্জনের প্রামাণ্য দলিলের অংশ থেকে স্থিরচিত্রের প্রদর্শনীর আয়োজন করা হয়। -বিজ্ঞপ্তি সেরা সাঁতারুর খোঁজ, প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব শুরু সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০১৬’ এর দ্বিতীয় পর্ব বাছাইয়ের আজ তৃতীয় দিন বুধবার সকালে মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে। এর আগে সারা দেশের ৬৪ জেলায় অনুষ্ঠিত প্রাথমিক বাছাই প্রতিযোগিতার মাধ্যমে ১২৭৫ জন দ্বিতীয় পর্বে উন্নীত হয়। বয়সভিত্তিক চারটি ক্যাটাগরিতে ২৭৪ জন ছেলে এবং ৬৫ জন মেয়েসহ সর্বমোট ৩৩৯ জন সাঁতারু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ সময় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ ও সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ রফিজ উদ্দিন রফিজসহ নৌবাহিনীর অন্যান্য কর্মকর্তা ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন । -আইএসপিআর
×