ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শর্মিলার ‘এত আলো নিয়ে চাঁদ একলা’

প্রকাশিত: ০৪:১৯, ২০ অক্টোবর ২০১৬

শর্মিলার ‘এত আলো নিয়ে চাঁদ একলা’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের আদিবাসী সংস্কৃতি চর্চার অন্যতম বিষয় মণিপুরি নাটক। দেশের অন্যতম নাট্য সংগঠন মণিপুরি থিয়েটার এই বিষয়ে যথেষ্ট অগ্রগামী। এই দলের সিনিয়র একজন সদস্য শর্মিলা সিনহা। প্রায় ২০ বছর ধরে মণিপুরি থিয়েটারের সঙ্গীত নির্দেশক ও সঙ্গীতশিল্পী হিসেবে কাজ করছেন তিনি। মঞ্চনাটকে অভিনয়ের পাশাপাশি তিনি গানের ভুবনেও বিচরণ ছোটবেলা থেকেই। ছায়ানটসহ এবং বিভিন্ন ওস্তাদের কাছে সঙ্গীতে তালিম নিয়েছেন। মণিপুরি থিয়েটারের অন্যতম সদস্য হিসেবে দলটির বেশিরভাগ নাটকেরই সঙ্গীতশিল্পী তিনি। মঞ্চকর্মী মিষ্টি কণ্ঠের গায়িকা শর্মিলা সিনহা অনলাইন শ্রোতাদের কাছে এবার দ্বিতীয় গান নিয়ে হাজির হলেন। রবিবার রাতে ইউটিউবে প্রকাশ হয়েছে শর্মিলার গাওয়া ‘এত আলো নিয়ে চাঁদ একলা’ শিরোনামের গান। শুভাশিস সিনহার লেখা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন শান। এ প্রসঙ্গে শর্মিলা সিনহা বলেন, ছোটবেলা থেকে মঞ্চেই বেশি গান করা হয়েছে। কিন্তু দ্বিতীয়বারের মতো গান রেকর্ড করে অনলাইনে প্রকাশ করলাম। আশা করি গানটি সবার ভাল লাগবে।
×