ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চারুকলা ও আইসিটি বিষয়ের আরও ১৮ হাজার শিক্ষককে এমপিওভুক্তির উদ্যোগ

প্রকাশিত: ০৮:৪০, ১৯ অক্টোবর ২০১৬

চারুকলা ও আইসিটি বিষয়ের আরও ১৮ হাজার শিক্ষককে এমপিওভুক্তির উদ্যোগ

স্টাফ রিপোর্টার ॥ চারুকলা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের আরও ১৮ হাজার শিক্ষককে এমপিওভুক্তির উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কাছে এ দুই বিষয়ের শিক্ষকদের এমপিওভুক্তির জন্য অতিরিক্ত অর্থ চেয়ে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দুটি বিষয় ও বিজ্ঞান বিষয়ের ২১৮ জনসহ মোট ১৮ হাজার ২৮৩ জন শিক্ষককে এমপিওভুক্তির জন্য ১৪৩ কোটি ১৭ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। অর্থ বিভাগের অনুমতি পেলেই এই দুই বিষয়ের শিক্ষকদের এমপিওভুক্তির অনুমতি দেয়া হবে বলে জানা গেছে।
×