ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জলাতঙ্ক রোধে ব্যাপক উদ্যোগ নেয়া হবে ॥ আনিসুল হক

প্রকাশিত: ০৫:৩৭, ১৭ অক্টোবর ২০১৬

জলাতঙ্ক রোধে ব্যাপক উদ্যোগ নেয়া হবে ॥ আনিসুল হক

জলাতঙ্ক রোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ব্যাপক উদ্যোগ গ্রহণ করবে বলে আশ্বাস দিলেন মেয়র আনিসুল হক। ডিএনসিসির সহযোগিতায় বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, হিউমেইন সোসাইটি ইন্টারন্যাশনাল এবং বেসরকারী সংস্থা অভয়ারণ্যের উদ্যোগে রবিবার দুপুরে মহাখালী ডিএনসিসি মার্কেটে আয়োজিত পথকুকুর টিকাদান ও বন্ধ্যাকরণ কর্মসূচী সেতু’র উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এ আশ্বাস দেন। তিনি বলেন, কুকুরের কামড়ে জলাতঙ্ক হয় বলে কুকুর মেরে ফেললে এ সমস্যার সমাধান হবে না, বরং পথকুকুর টিকাদান ও বন্ধ্যাকরণ একটি চমৎকার এবং মানবিক সমাধান। এজন্য জনগণের সচেতনতার বিকল্প নেই। ডিএনসিসি এলাকায় বিচরণকারী প্রায় ২৫ হাজার পথকুকুরকে পর্যায়ক্রমে টিকাদান ও বন্ধ্যাকরণের জন্য প্রয়োজনে গুলশান, বারিধারা, বনানী বা নিকেতন সোসাইটির মতো অন্যান্য আরও সোসাইটি এবং বেসরকারী প্রতিষ্ঠানের আর্থিক সহায়তায় এ কর্মসূচী বাস্তবায়ন করা হবে। সেতু কর্মসূচীর আওতায় ডিএনসিসির জোন-৩ এলাকায় বিচরণকারী প্রায় ৪ হাজার পথকুকুরকে টিকাদান ও বন্ধ্যা করা হবে। এ বছরের এপ্রিল মাসে ডিএনসিসি, হিউমেইন ইন্টারন্যাশনাল ও অভয়ারণ্যের মধ্যে স্বাক্ষরিত একটি ত্রিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এ কর্মসূচী পরিচালনার জন্য মহাখালীর ডিএনসিসি মার্কেটে একটি স্থান ব্যবহারের অনুমতি দেয়। এছাড়া কুকুর পরিবহনের জন্য ডিএনসিসির পক্ষ থেকে একটি গাড়িও সরবরাহ করা হয়। কুকুর নিধন কার্যক্রমের অমানবিকতা বিবেচনায় স্থানীয় সরকার বিভাগ ২০১২ সালের জানুয়ারি থেকে ঢাকা শহরে কুকুর নিধন নিষিদ্ধ করে। Ñবিজ্ঞপ্তি
×