ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বন্দরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ০৬:৪০, ১৫ অক্টোবর ২০১৬

বন্দরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে  আহত  ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৪ অক্টোবর ॥ নারায়ণগঞ্জের বন্দরে ছুরিকাঘাতে আহত ব্যবসায়ী রিপন এক সপ্তাহ পর শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনার পর পর পুলিশ হুমায়ুন নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করে। নিহত রিপন মদনপুর ফুলহর গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে। জানা যায়, গত ৮ অক্টোবর রাত নয়টায় ইস্পাহানী এলাকায় অবস্থিত রূপায়ণ হাউজিং লিমিটেডের ঠিকাদারী ব্যবসার কাজ শেষে রিপন বাড়ি ফেরার পথে ইস্পাহানী বাজার এলাকায় পৌঁছলে ওঁৎপেতে থাকা সন্ত্রাসীরা ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে দেয়। পরে এলাকাবাসী তাকে রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। ছুরিকাঘাতে আহত হয়ে এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
×