ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীল বরফ নিয়ে জল্পনা

প্রকাশিত: ০৫:৩২, ১৫ অক্টোবর ২০১৬

নীল বরফ নিয়ে জল্পনা

পশ্চিমবঙ্গের ২৪ পরগণায় অতি সম্প্রতি আকাশ থেকে নীল বরফ খ- পড়েছিল। তবে এই বরফ আসলে কি ছিল ভারতের জিওলজিক্যাল সার্ভেও (জিএসআই) তার হদিস দিতে পারেনি। পাওয়া যায়নি বিশেষজ্ঞদের মতও। জিএসআই সূত্রে জানানো হয়েছে, ওই নীল বরফ অনেক উঁচু দিয়ে যাওয়া বিমানের শৌচাগারের মল-মূত্রও হতে পারে। শৌচাগারের কমোড পরিষ্কারে ব্যবহৃত নীল কীটনাশকের সঙ্গে মিশে তা কোনভাবে বিমান থেকে বেরিয়ে ঠা-ায় জমে কঠিন বরফের চেহারা নিয়েছে। উত্তর ২৪ পরগণার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানান, পরীক্ষার পরে জিএসআই পুরোপুরি নিশ্চিতভাবে বস্তুটি সম্পর্কে জানাতে পারবে। তবে সাহস করে কেউ কেউ হাত দেন নীল বরফে। মুখে ও চেখে দেখেন। দুপুরে এক গ্রামবাসী বলেন, ‘খেলাম বটে। তবে, টেস্টি নয়।’ এক স্কুলছাত্র বলে, ‘আমি খাইনি। মিষ্টি গন্ধ বেরোচ্ছিল বলে হাতে নিয়ে শুঁকেছিলাম।’ রাতে সেই গ্রামবাসীরই আক্ষেপ, ‘হায় হায়, এ কী করলাম!’ ওই স্কুলছাত্র ঢোঁক গিলছে, ‘আমি বেঁচে গিয়েছি। ভাগ্যিস, মুখে দিইনি।’ বিমান পরিবহনের ভাষায় এই জমাট বাঁধা নীল রঙের বর্জ্যকে ‘ব্লু আইস’ বলা হয়। ১৯৭৯-২০০৩ সালের মধ্যে আমেরিকায় আকাশ থেকে ব্লু আইস পতনের ২৭টি ঘটনা ঘটেছে। -আনন্দবাজার পত্রিকা
×