ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বিদ্যুতস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রকাশিত: ০৬:১৪, ১১ অক্টোবর ২০১৬

বগুড়ায় বিদ্যুতস্পৃষ্টে  স্বামী-স্ত্রীর  মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সোমবার শহরের শিববাটি এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। এরা হলো-মোস্তফা (৫০) ও ডলি বেগম (৪২)। এ ঘটনায় জনি (২৬) নামে অপর এক যুবক গুরুতর আহত হয়। তাকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকাল থেকেই টানা বৃষ্টির কারণে ভেজা কাপড় শুকাতে না পেরে গৃহবধূ ডলি বেগম দুপুর ২টার দিকে বৈদ্যুতিক তারের সঙ্গে থাকা জিআই তারের ওপর কাপড় শুকাতে দেন। বৃষ্টির কারণে ঘরের টিনের চাল ও মূল লাইনের সঙ্গে থাকা জিআই তারটি (সাপোর্টিং তার) বিদ্যুতায়িত ছিল। ভেজা কাপড় ঝুলিয়ে দেয়ার সঙ্গে সঙ্গে গৃহবধূ ডলি বিদ্যুতস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে স্বামী মোস্তাফা এগিয়ে গেলে প্রথমে তিনি ও পরে তার ভাতিজা জনি বিদ্যুতস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই স্বামী- স্ত্রীর মৃত্যু হয়। স্থানীয় লোকজন জনিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চাঁপাইয়ে অজ্ঞাত যুবক স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ থেকে জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরায় রবিবার রাতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মাযহারুল ইসলাম জানান, সদর উপজেলার আমনুরা পাওয়েল এলাকায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবক মারা যায়। সোমবার সকালে স্থানীয়রা বিদ্যুতের খুঁটির ওপর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সাতক্ষীরায় দলিল লেখক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে জানান, সাতক্ষীরার কাথন্ডায় বিদ্যুতস্পৃষ্টে আব্দুর রাশিদ নামের এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার কাথন্ডা গ্রামের মোনতাজ উদ্দিনের ছেলে। সোমবার বেলা ১২টার দিকে তার নিজ বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে। মিলের ফিতায় জড়িয়ে নারী শ্রমিকের মৃত্যু সংবাদদাতা, বেড়া, পাবনা, ১০ অক্টোবর ॥ বেড়ায় সোমবার বিকেলে ডাল ও তেল মিলের ফিতার সঙ্গে জড়িয়ে আম্বিয়া খাতুন (৩৫) নামের এক নারী শ্রমিক মারা গেছেন। এ সময় তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আম্বিয়া উপজেলার পুণ্ডুরিয়া গ্রামের আমির আলীর মেয়ে। জানা যায়, বেড়া পৌরসভার হরিবাড়ি সংলগ্ন হবিবুর রহমার হবির মালিকানাধীন ‘বিউটি ডাল মিলে’ আম্বিয়া খাতুন কাজ করতেন। সোমবার বিকেলে মিলে একটি অংশে তেল ভাঙানো হচ্ছিল। মেশিনের মূল চালক অন্য কাজে ব্যস্ত থাকায় আম্বিয়া তেল ভাঙানোর কাজ করছিল। এ সময় মিলের হলারের অরক্ষিত ফিতার সঙ্গে অসাবধানতাবশত আম্বিয়া জড়িয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
×