ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হারিয়ে যাচ্ছে ঢাকি পেশা

প্রকাশিত: ০৪:৩০, ১০ অক্টোবর ২০১৬

হারিয়ে যাচ্ছে ঢাকি পেশা

সংবাদদাতা, বেড়া, পাবনা, ৯অক্টোবর ॥ হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। অনেক উপকরণের সঙ্গে অপরিহার্য একটি উপকরণ হলো ঢাক আর কাঁসি। ঢাকের শব্দ ছাড়া যেন পূজা সম্পন্নই করা সম্ভব হয় না। সেই প্রাচীন কাল থেকেই পূজার সঙ্গে ঢাক, কাঁসি বাজানো হয়। ঢাকের তালে তালে আরতির সময় ধুপতি হাতে নিয়ে নৃত্য করার দৃশ্য হিন্দু সম্প্রদায়ের কাছে অত্যন্ত জনপ্রিয়। যারা এই ঢাক বাজায় তাদের ঢাকি বা ঢাকুর‌্যা বলা হয়। ঢাকের সঙ্গেই তাল মিলিয়ে বাজানো বাদ্যযন্ত্রের নাম কাঁসি। কালের বিবর্তনের ধারায় অন্য অনেক পেশার মতোই হারিয়ে যাচ্ছেন ঢাকিরা। আর্থিক দুর্দশা না মেটায় এখন আর এ কাজকে কেউ পেশা হিসেবে নেন না। বছরে এক-দু’বার তাদের ডাক পড়ে। তাতে তো আর পেট চলে না। তবে এক সময় এটাই ছিল পেশা। দুর্গাপূজা, লক্ষ্মীপূজা আর কালীপূজা ছাড়া তো তাদের প্রায় কেউ ডাকে না বললেই চলে। তাই ঢাকিদের নতুন প্রজন্ম আর এ পেশায় কেউ আসতে আগ্রহী নয়। রবিবার বেড়া উপজেলার পূজাম-প ঘুরে দেখা যায়, যারা ঢাক, কাঁসি বাজাতে এসেছেন তারা প্রায় সবাই দূর-দুরান্ত থেকে এসেছেন। পূজা শেষে আবার নিজ নিজ কাজে যোগ দেবেন। এদের কাছ থেকে জানা গেল, পূজায় ঢাক বাজানো রীতি থাকলেও আধুনিক সময়ে প্রতিটি ম-পেই বড় বড় আকৃতির সাউন্ড বক্স ভাড়া করে আনে। সেখানে অনেক সময়ই চলে হিন্দী, ইংরেজীসহ আধুনিক সব গান। তাই ঢাকের শব্দের চেয়ে অনেকের কাছে এসব সংস্কৃতিই যেন মিশে যাচ্ছে। কিন্তু ঢাকই হলো পূজার আদি ও অকৃত্রিম উপকরণ।॥
×