ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভাষামতিনের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৪:০৫, ৮ অক্টোবর ২০১৬

ভাষামতিনের  মৃত্যুবার্ষিকী  আজ

মহান ভাষা আন্দোলনের অন্যতম প্রধান নেতা, আজীবন সংগ্রামী ভাষাসৈনিক আবদুল মতিনের ২য় মৃত্যুবার্ষিকী আজ। আবদুল মতিন ১৯২৬ সালের ৩ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার ধুবালীয়া গ্রামে এক মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আব্দুল জলিল এবং মায়ের নাম আমেনা খাতুন। তিনি পিতা-মাতার প্রথম সন্তান। তাঁর ডাক নাম ছিল গেদু। ১৯৫২ সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তোলা আবদুল মতিনের অন্যতম অবদান। ঐ বছর ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ছাত্রসভায় সভাপতিত্ব করেছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক ছিলেন তিনি। তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত কলাভবনের জনসভায় সিদ্ধান্ত নেয়া হয় ১৪৪ ধারা ভঙ্গের। তাঁরই নেতৃত্বে একুশে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সারা বাংলার জন্য আন্দোলনের নানা কর্মসূচী গ্রহণ করা হয়। ভাষা আন্দোলনে বিশেষ অবদান রাখার জন্য ২০০১ সালে তিনি একুশে পদক লাভ করেন। আবদুল মতিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ১০টা ৩০ মিনিটে নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের উদ্যোগে স্মরণসভা এবং বিকালে তোপখানা রোডের শিশু পরিষদ মিলনায়তনে ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের উদ্যোগে চিত্রপ্রদর্শনী ও স্মরণসভা অনুষ্ঠিত হবে।- বিজ্ঞপ্তি
×