ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

১৫ বছরের মধ্যে সবচেয়ে কম বিশ্ববাণিজ্য

প্রকাশিত: ০৪:৫৪, ২ অক্টোবর ২০১৬

১৫ বছরের মধ্যে সবচেয়ে কম বিশ্ববাণিজ্য

আর্থিক মন্দা ও উন্নয়নের ধীরগতির কারণে বিশ্বের বাণিজ্যিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা, ডব্লিউটিও। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরই গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম থাকবে বিশ্বের মোট বাণিজ্যের পরিমাণ। ২০১৭ সালের জন্য ১ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি, যা আগে ছিল ২ দশমিক ৮ শতাংশ। মূলত চীন, ব্রাজিল ও ইউরোপের উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির ধীরগতি এবং যুক্তরাষ্ট্রের আমদানির পরিমাণ কমায় বিশ্বের মোট বাণিজ্যের পরিমাণ কমেছে। ডব্লিউটিও বলছে, ব্রেক্সিটের কারণে ২০১৭ সালে ব্রিটেনের প্রবৃদ্ধিও কমবে, তবে মন্দার মুখে পড়বে না দেশটি। -অর্থনৈতিক রিপোর্টার ৫৭ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা শার্পের অরগানিক লাইট এমিটিং ডায়োড (ওএলইডি) প্রযুক্তিতে ৫৭ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে জাপানি ইলেকট্রনিক পণ্য নির্মাতা কোম্পানি শার্প। ২০১৮ সালের দ্বিতীয় প্রান্তিকে এই বিনিয়োগ হতে পারে। টেলিভিশন, অটোমোবাইল, স্মার্টফোনের স্ক্রিন উৎপাদনে এই অর্থ ব্যয় হবে। খবর রয়টার্সের। প্রসঙ্গত, ঋণের ভারে ধুকতে থাকা শার্পকে চলতি বছরের মার্চে কিনে নেয় আরেক প্রযুক্তি কোম্পানি ফক্সকন। এজন্য তাইওয়ান ভিত্তিক কোম্পানিটিকে গুণতে হয় ৩৫০ কোটি ডলার। ফক্সকনের হাতে আসার পর এই বিনিয়োগ শার্পের অন্যতম বৃহত্তম বিনিয়োগ হতে পারে বলে মনে করা হচ্ছে। এ্যাপল ও স্যামসাংয়ের মতো কোম্পানির কাছে স্ক্রিন সরবরাহ করে শার্প। কোম্পানিটি জানিয়েছে, এ্যাপলের আইপ্যাড, আইফোন ও ম্যাকবুকে যে স্ক্রিন ব্যবহার করা হয়- ভোক্তারা এখন সেদিকে বেশি ঝুঁকছে। এ জন্য নতুন এ পরিকল্পনা আনা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×