ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে প্রসার ঘটছে নার্সারি শিল্পের

প্রকাশিত: ০৪:০০, ১ অক্টোবর ২০১৬

রাজধানীতে প্রসার ঘটছে নার্সারি শিল্পের

রাজধানীর বিভিন্ন এলাকায় প্রসার ঘটছে নার্সারি শিল্পের। ছাদ-কৃষি, সৌখিন বাগান কিংবা বাণিজ্যিক খামারে উপকরণের চাহিদা মেটাচ্ছে নার্সারিগুলো। কয়েক শ’ রকমের ফুল-ফল-সবজি ও ওষুধী গাছের চারা, সারসহ অন্যান্য উপকরণের পসরা সাজিয়ে বসেছেন বহু সংখ্যক উদ্যোক্তা। নাগরিক ব্যস্ততার ভেতরেই সবুজের হাতছানি। নিত্য-নতুন ফুল-ফলের চারার পসরা। চলতি পথের ব্যস্ততায় এক ঝলক শুধু সৌন্দর্যটুকুই হয় তো টানে, কিন্তু আশার কথা হচ্ছে এভাবেই ভেতরে ভেতরে দাঁড়িয়ে গেছে বিপুল অংকের বাণিজ্য। যারা পূরণ করছেন নতুন ছাদ কৃষি উদ্যোক্তার সব চাহিদা। রাজধানীর অন্যতম বৃহৎ নার্সারি পল্লী আগারগাঁও। যেখানে রয়েছে অর্ধশতাধিক নার্সারি। প্রচলিত ফুল-ফল-ওষুধী গাছের চারার পাশাপাশি এখানে খোঁজ মেলে বিরল প্রজাতির অনেক গাছেরও। চারা ও উপকরণ বিক্রির পাশাপাশি এখান থেকেই চলছে প্রযুক্তি সম্প্রসারণে যাবতীয় কাজ। তবে উপকারিতার পাশাপাশি অনাস্থা ও অভিযোগও রয়েছে ভোক্তাদের। সংশ্লিষ্টদের চাওয়া নার্সারি শিল্পের আরও প্রসারের জন্য প্রয়োজন প্রশিক্ষণসহ কারিগরি পৃষ্ঠপোষকতা। -স্টাফ রিপোর্টার
×