ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেঙ্গলে দুই শিল্পীর ওপেন স্টুডিও

প্রকাশিত: ০৫:১৬, ২৯ সেপ্টেম্বর ২০১৬

বেঙ্গলে দুই শিল্পীর ওপেন স্টুডিও

স্টাফ রিপোর্টার ॥ চিত্রশিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পী ঈশিতা মিত্র তন্বী এবং আবীর সোম ২০১৫ সালে সুবীর চৌধুরী শিল্পচর্চা বৃত্তি অর্জন করেন। এই দুই শিল্পীর নির্বাচিত শিল্পকর্ম নিয়ে ধানম-ির জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠে ওপেন স্টুডিওর আয়োজন করা হয়েছে। আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টায় ওপেন স্টুডিওর উদ্বোধন করবেন শিল্পী শহিদ কবির, বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপ এ্যান্ড সেটেলমেন্টের মহাপরিচালক অধ্যাপক কাজী খালিদ আশরাফ। জানা যায়, শিল্পী আবীর সোম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইং এ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে তিনি বিএফএ ডিগ্রী লাভ করেন। সময় এবং সময়ের ক্রিয়া প্রতিক্রিয়ায় ধাবমান জীবনের গল্প আবীরের শিল্পচর্চাকে প্রভাবিত করে। লাল রঙের অধিক ব্যবহার রূঢ় সময়ের পংকিল বাস্তবতাকে আমাদের সম্মুখে টেনে নিয়ে আসে, একই সঙ্গে তিনি একটি কাল্পনিক রাজ্য নির্মাণেও প্রয়াসী হন, যেখানে এ পৃথিবীর অতি বিচিত্র আর জটিল চরিত্রগুলো নরকের বাস্তবতায় এক মোহনীয় সুখে বিভোর হয়ে থাকে। এই চরিত্রগুলো আবার একই সঙ্গে একেক ধরনের বিচ্ছিন্ন জৈব অনুভূতির ধারক হয়ে, অচেতন মানসিক বৈকল্যের শিকার হয়। ব্যক্তি আবীর এবং শিল্পী আবীরের মধ্যে জীবনবোধ নিয়ে যে ক্রমিক দ্বন্দ্বমুখর সংলাপ চলমান, আবীরের শিল্পকর্ম আমাদের তারই মুখোমুখি করে। শিল্পী ঈশিতা মিত্র তন্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগ থেকে এমএফএ ডিগ্রী লাভ করেন। ঈশিতা একজন প্রক্রিয়াভিত্তিক শিল্পী, যিনি শিল্প সৃষ্টির দীর্ঘ যাত্রাকে-বোঝা, অধ্যায়ন, অনুসন্ধান, আলোচনা এবং উপস্থাপনা এরকম বেশকিছু পর্যায়ের মাধ্যমে চূড়ান্ত রূপ দেন। কুড়িয়ে পাওয়া বিভিন্ন বস্তু তার শিল্পচর্চার অন্যতম সহায়ক।
×