ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সচিবালয়ে বাড়তি সময় থাকতে পারবেন মন্ত্রী-সচিবরা

প্রকাশিত: ২২:৩৬, ২৬ সেপ্টেম্বর ২০১৬

সচিবালয়ে বাড়তি সময় থাকতে পারবেন মন্ত্রী-সচিবরা

অনলাইন রিপোর্টার ॥ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া অফিস সময়ের পর যে কেউ সচিবালয়ে অবস্থান করতে পারবেন না। শুধু কাজের স্বার্থে মন্ত্রী ও সচিবরা বাড়তি সময় থাকতে পারবেন। আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা জানিয়েছেন। সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক অনানুষ্ঠানিক আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রয়োজন হলে মন্ত্রী ও সচিবরা কোনও প্রকাশ নোটিশ ছাড়াই নির্ধারিত সময়ের পরেও অফিস করতে পারবেন। এজন্য মন্ত্রী ও সচিবদের ব্যক্তিগত কর্মকর্তারাও প্রয়োজনে বিনা নোটিশে সচিবালয়ে অবস্থান করতে পারবেন।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সচিবালয়ে অবস্থানের বিষয়ে জারি করা প্রজ্ঞাপনটি সংশোধন করে তা নতুন করে জারি করা হবে। সচিবালয়ের নিরাপত্তার প্রশ্নেই এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।’ গত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া অফিস সময়ের পর সচিবালয়ে কেউই অবস্থান নিতে পারবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদসহ সবকিছু সরকারের নিয়ন্ত্রণে আছে। যা পৃথিবীর অনেক দেশের তুলনায় ভালো। সীমান্ত হত্যার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে হত্যা বন্ধে ভারত ও বাংলাদেশের উভয় সরকারই আন্তরিক। এটা নিয়ে দুই দেশের সরকারের সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে।
×