ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোর পৌরসভা

আবর্জনায় উৎপন্ন হবে বিদ্যুত, গ্যাস ও সার

প্রকাশিত: ০৬:৫৫, ২৪ সেপ্টেম্বর ২০১৬

আবর্জনায় উৎপন্ন হবে বিদ্যুত, গ্যাস ও সার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ আধুনিক প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থা গড়ে তুলতে যাচ্ছে যশোর পৌরসভা। ময়লা-আবর্জনা ফেলার জন্য প্রবর্তন করা হবে ঢাকনাযুক্ত কন্টেনার ডাস্টবিন। ফলে শহরে দুর্গন্ধ ছড়াবে না। ডাস্টবিনের ময়লা দিয়ে উৎপাদন করা হবে জৈবসার, বায়োগ্যাস ও বিদ্যুত। এ জন্য ঝুমঝুমপুর ময়লার ভাগাড়ে নির্মাণ করা হবে পরিবেশবান্ধব ময়লা প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। সিটি রিজন ডেভেলপমেন্ট প্রকল্পের (সিআরডিপি) মাধ্যমে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হবে এ ময়লা প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। জানা যায়, ময়লা প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের আবর্জনা থেকে বিদ্যুত উৎপাদন করা হবে। আর এ উৎপাদিত বিদ্যুত প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন প্ল্যান্ট পরিচালনায় ব্যবহার হবে। সেপটিক ট্যাঙ্কের বর্জ্য থেকে পরিবেশবান্ধব জৈবসার উৎপাদন করে বাজারজাত করা হবে। পাশাপাশি বর্জ্য থেকে উৎপাদিত বায়োগ্যাস পাইপলাইনের মাধ্যমে আশপাশের এলাকায় বাসাবাড়িতে বাণিজ্যিক ভিত্তিতে সরবরাহ হবে। অপচনশীল, দাহ্য, কাঁচ ও লোহা জাতীয় বর্জ্য ওই কেন্দ্রে প্রক্রিয়াজাত করা হবে। সূত্র মতে, শহরের বর্জ্য ব্যবস্থাপনার জন্য ৯০টি কন্টেনার ডাস্টবিন ব্যবহার হবে। নির্দিষ্ট সময়ে ১০টি ডাম্পিং ট্রাক ময়লা অপসারণ করবে। প্রকল্পের কাজের জন্য একটি বুলডোজার ও একটি এক্সেভেটর ব্যবহার হবে। ১৩ দশমিক ২৫ একর আয়তনের ময়লা প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ১৫ থেকে ২০ ফুট উঁচু প্রাচীর বেষ্টিত হবে পরিবেশগত ভারসাম্য রক্ষার্থে। সেখানে কম্পোস্ট প্ল্যান্ট, প্রি-ট্রিটমেন্ট প্ল্যান্ট, বায়োগ্যাস ডাইজেস্টার, কন্ট্রোল ল্যান্ড ফিল সেভ ও ইন্ট্রিগেট স্যানিটারি ল্যান্ড ফিল সেভ স্থাপন করা হবে। পাশাপাশি অফিস, স্টাফ কোয়ার্টার, ট্রাক রাখার শেড নির্মাণ করা হবে। পাঁচটি পুকুর খনন করে সেখানে প্রক্রিয়াজাত কেন্দ্রের ডাস্ট ফেলা হবে। প্রাথমিক পর্যায়ে ময়লা প্রক্রিয়াজাত কেন্দ্রে ২০ থেকে ৩০ টন বর্জ্য ডাম্পিং হবে। ১০ বছর মেয়াদী এ প্রকল্পে পর্যায়ক্রমে ৪৫ টন বর্জ্য ডাম্পিং করা হবে। ময়লা প্রক্রিয়াজাত কেন্দ্রে নির্মাণকালে কারিগরি দিক দেখভাল করবে ওয়েস্ট কনসার্ন নামে একটি প্রতিষ্ঠান। অবকাঠামো নির্মাণ শেষে এনজিওর মাধ্যমে এটি পরিচালিত হবে। বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন করবে যশোর পৌরসভা। এ ব্যাপারে পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু জানান, আগামী ছয় মাসের মধ্যে প্রকল্প বাস্তবায়ন হবে। তখন শহরবাসী ময়লা-আবর্জনার সমস্যা থেকে মুক্ত হবে। প্রকল্পের মাধ্যমে যশোর শহরসহ আশপাশের বিভিন্ন উপজেলার ময়লা রিসাইক্লিং করে জৈবসার উৎপাদন করে বাজারজাত করা হবে। কাজের দরপত্র হয়ে গেছে। অচিরেই কাজ শুরু হবে।
×