ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জরিমানার অর্থ পরিশোধে ফের আদালতের অনুমতি লাগবে না

প্রকাশিত: ০৮:১৭, ২১ সেপ্টেম্বর ২০১৬

জরিমানার অর্থ পরিশোধে ফের আদালতের অনুমতি লাগবে না

স্টাফ রিপোর্টার ॥ জেল-জরিমানা উভয় দ-ে দ-িত আসামির জরিমানার অর্থ পরিশোধে ফের আদালতের অনুমতি নেয়ার শর্ত বিলোপ করে দিয়েছে সুপ্রীমকোর্ট। কারাদ-ের সঙ্গে অর্থদ-প্রাপ্ত আসামিদের কারাভোগ শেষে জরিমানার অর্থ পরিশোধে এখন থেকে আর আদালতের অনুমতি লাগবে না। বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকে সরাসরি ট্রেজারি চালানের মাধ্যমে এই অর্থ পরিশোধ করা যাবে। সেই চালানের কপি জমা দেয়ার পর কারা কর্তৃপক্ষ চালানটির সঠিকতা ও সাজা পরোয়ানায় উল্লিখিত অর্থের পরিমাণ যাচাই করে নিশ্চিত হওয়ার পর আসামিকে মুক্তি দেবেন। চলতি বছর ফুলকোর্ট সভায় এই বিষয়টি অনুমোদিত হলেও মঙ্গলবার এই নির্দেশনা জারি করেছেন সুপ্রীমকোর্ট। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত কারা ও অর্থদ-ের দ-িত কারাবন্দীদের অর্থদ- পরিশোধ সহজীকরণ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেয়া বিজ্ঞপ্তিটি সুপ্রীমকোর্টের ওয়েবসাইটেও রয়েছে। নির্দেশনায় বলা হয়, রায় প্রদানকারী আদালত যে জেলায় অবস্থিত বা যে জেলার কারাগারে আসামি অবস্থান করছেন, সেই জেলার ওই ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে এই অর্থ জমা দেয়া যাবে। সেক্ষেত্রে দায়রা বা সমপর্যায়ের আদালতের জন্য ১-২১৪১-০০০০-১৯০১, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে ১-২১০৭-০০০০-১৯০১ ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে ১-২১০৮-০০০০-১৯০১ ট্রেজারি চালানের কোড নম্বর হিসেবে ব্যবহৃত হবে। নির্দেশনার শুরুতেই বলা হয়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনার অনুলিপি আইজি প্রিজন, দেশের সব জেলা ও দায়রা জজ আদালতসহ বিভিন্ন আদালতে, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সব কারাগারের জ্যেষ্ঠ জেল সুপারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে।
×