ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আহত ৬৭

শিক্ষক চিকিৎসকসহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

প্রকাশিত: ০৫:৫৮, ২০ সেপ্টেম্বর ২০১৬

শিক্ষক চিকিৎসকসহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

জনকণ্ঠ ডেস্ক ॥ সারাদেশে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩জন নিহত ও ৬৭জন আহত হয়েছে। এর মধ্যে মুন্সীগঞ্জে চারজন, বগুড়ায়, মাগুরায় ও চট্টগ্রামের মীরসরাইয়ে দুইজন করে মোট ছয়জন এবং কুড়িগ্রাম, বাগেরহাট ও রংপুরে একজন করে মোট তিনজন নিহত হয়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। রবিবার রাত থেকে সোমবার রাত পর্যন্ত এসব ঘটনা ঘটেছে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতার পাঠানো। জানা গেছে, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি চলন্ত বাসের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন মহিলা ও তিন জন পুরুষ রয়েছে। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের ঢাকাসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। সোমবার দুপুরে বাস দু’টির মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম জানান, মাওয়াগামী গাংচিল পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখী ঢাকাগামী প্রচেষ্টা পরিবহনের সংঘর্ষের পর পুলিশ ও সাধারণ মানুষ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাস দুটি রেকার দিয়ে মহাসড়কের পাশে সরিয়ে নেয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দু’টির চালক পলাতক রয়েছে। নিহতদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। বগুড়া ॥ রবিবার গভীর রাতে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর আমবাগান এলাকায় কোচ-ট্রাক সংঘর্ষে স্কুলছাত্রীসহ দুই নারী নিহত ও ২০জন আহত হয়েছে। নিহতরা হলো- স্কুলছাত্রী মোহনা (১৫) ও স্কুল শিক্ষিকা রওশন আরা (২৭)। আহতদের বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, রংপুর থেকে ইউনাইটেড পরিবহনের একটি কোচ ঢাকার উদ্দেশে যাওয়ার পথে রাত পৌনে ৩টার দিকে বিপরীত দিক থেকে আসা লোহার এ্যাঙ্গেল বোঝাই একটি ট্রাকের সঙ্গে কোচটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রংপুর সদরের মৃত শমসের আলীর কন্যা ঢাকার একটি স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী মোহনা মারা যায়। তার মা গার্মেন্টস কর্মী ময়না বেগমও গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। পরে আহতদের বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল (শজিমেক) ও শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে সোমবার ভোরে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রওশন আরা মারা যান। তিনি ঢাকার মুগদা এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করতেন বলে তার পারিবারের পক্ষ থেকে জানান হয়েছে। মাগুরা ॥ সোমবার সকাল ৯টার দিকে মাগুরা ঢাকা মহাসড়কের পৌর এলাকার পারনান্দুয়ালী নাম স্থানে ট্রাক চাপায় দুই বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। মীরসরাই, চট্টগ্রাম ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মা ও শিশু পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন। রবিবার রাতে বড়তাকিয়া মাজার পার্শ্ববর্তী এলাকায় মহাসড়ক পারাপারের সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী এস আলম পরিবহনের একটি বাসের (ঢাকামেট্রো ব ১১-০৮০৪) ধাক্কায় ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে নিহত হয় আমবাড়িয়া গ্রামের এক গৃহবধূ। গৃহবধূর নাম খালেদা আক্তার (৩৫), স্বামী কৃষক আমিনুর রহমান। গৃহবধূর কোলে ছিল ২ বছরের শিশুপুত্র সাব্বির। মা বাসের নিচেই চাপা পড়ছে দেখে শিশুপুত্রকে রাস্তার মাঝখানে ছুড়ে দিয়েছিল। এতে শিশু সাব্বির গুরুতর আহত হলে প্রথমে মাতৃকা হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু রাতে শিশুটিরও মৃত্যু ঘটে। কুড়িগ্রাম ॥ ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নে ট্রাক চাপায় সুজা মিয়া নামের এক ইউপি সদস্য মারা গেছেন। সোমবার সকাল ৬টা দিকে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের জয়মনিরহাট বাজারে এ ঘটনা ঘটে। এসময় ঘাতক ট্রাকটিকে আটক করে জনতা। নিহত সুজা মিয়া জয়মনিরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। বাগেরহাট ॥ রবিবার রাতে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট খান ফিলিং স্টেশনের সামনে বাসচাপায় আরিফুর রহমান (৪২) নামে এক হোমিওপ্যাথি চিকিৎসক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন অঠরিফুরের শ্বশুর হাকিম মোড়ল (৬০)। রংপুর ॥ তারাগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় আতিয়ার রহমান (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ছেলে (২৭)। সোমবার বেলা ৩টার দিকে উপজেলার খিয়ার জুম্মা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহেল বাকি জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা ডিপজল পরিবহনের একটি বাস ওই এলাকায় পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আতিয়ার রহমান ঘটনাস্থলেই মারা যান।
×