ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৪:১৩, ১৯ সেপ্টেম্বর ২০১৬

অ ন্য র ক ম

পাখির মতো এয়ারপোর্র্ট! তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদ উদ্বোধন হয়েছে এক নতুন আন্তর্জাতিক এয়ারপোর্ট, যেটি দেখতে ঠিক ডানা মেলা বাজপাখির মতো। দেশটির জাতীয় বিমান সংস্থার প্রতীকের সঙ্গে মিল রেখে এ ডিজাইন করা হয়েছে। নতুন পাঁচতলা এই এয়ারপোর্ট ভবনটি তৈরিতে কর্তৃপক্ষের খরচ হয়েছে প্রায় দুই হাজার ৫শ’ কোটি ডলার। প্রতি ঘণ্টায় ১৬ শতাধিক যাত্রী ধারণ করতে পারবে বিমানবন্দরটি। -বিবিসি স্যামসাংয়ের শেয়ার বিক্রি! দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং তাদের প্রায় অর্ধেক শেয়ার বিক্রি করেছে। এএসএমএল হোল্ডিংস এনভি আর সিগেট টেকনোলজি পিএলসি, শার্প কর্পোরেশন, যার্মবাস ইনকর্পোরেটেডের কাছে এসব শেয়ার বিক্রি করেছে। নিজেদের মূল ব্যবসায়ের জন্য বাড়তি বিনিয়োগের ব্যবস্থা করতেই প্রতিষ্ঠানটি এ ব্যবস্থা নিয়েছে। এএসএমএলের কাছে ৬০ কোটি ৬০ লাখ ইউরোতে (৬৭ দশমিক ৫৯৯ কোটি ডলার) বিক্রি করা হয়েছে। -ইয়াহু নিউজ জঙ্গলে মধ্যযুগের শহর! কম্বোডিয়ার এ্যাঙ্কর ভাটের কাছেই বিস্তীর্ণ জঙ্গলজুড়ে মধ্যযুগীয় শহরের সন্ধান পাওয়া গেছে। ৭৩৪ বর্গমাইল এলাকাজুড়ে বিস্তৃত জঙ্গলের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় আর্কিওলজিস্টদের লেজারে ধরা পড়ে সময়ের আবর্তে মুছে যাওয়া শহরগুলো। বিজ্ঞানীদের দাবি, খমের সাম্রাজ্যের কয়েকটি শহর নিউইয়র্কের চেয়েও বড়। খমের সাম্রাজ্য সম্পর্কে আর্কিওলজিস্টদের দৃষ্টিভঙ্গিই বদলে দিয়েছে, যা এতদিন মনে করা হতো- নগরপরিকল্পনা ও সেচ ব্যবস্থায় তার চেয়ে অনেকটাই এগিয়ে ছিল এ সাম্রাজ্য। -ইয়াহু নিউজ
×