ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

৯০ দিনের মধ্যে মতামত দিতে হবে স্টক এক্সচেঞ্জকে

প্রকাশিত: ০৪:২৩, ১৮ সেপ্টেম্বর ২০১৬

৯০ দিনের মধ্যে মতামত দিতে হবে স্টক এক্সচেঞ্জকে

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) খসড়া প্রসপেক্টাস পাওয়ার ৯০ দিনের মধ্যে মতামত দিতে হবে স্টক এক্সচেঞ্জকে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) এই মতামত পাঠাতে হবে। আইপিও প্রক্রিয়া দ্রুততর করার লক্ষ্যে স্টক এক্সচেঞ্জকে এই সময় বেঁধে দেয়া হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বুধবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। কমিশনের পাবলিক ইস্যু রুলস ২০১৫ অনুযায়ী একটি কোম্পানির আইপিও প্রক্রিয়া শেষ করার জন্য ৬ মাস সময় পায় বিএসইসি। এই নির্ধারিত সময়ের মধ্যে কমিশন স্টক এক্সচেঞ্জ থেকে কোম্পানির বিষয়ে মতামত নিয়ে থাকে। তবে অনেক সময় স্টক এক্সচেঞ্জ তাদের মতামত দিতে ৬ মাসেরও বেশি সময় নিয়ে থাকে। তাতে ওই কোম্পানির আইপিও আবেদন বাতিল করে নতুন করতে হয়। -অর্থনৈতিক রিপোর্টার ৯ দিন পর পুঁজিবাজার খুলছে আজ টানা ৯ দিন পবিত্র ঈদ-উল-আযহার ছুটি শেষে আজ রবিবার থেকে পুঁজিবাজার খুলবে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গত ৯ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত পুঁজিবাজার বন্ধ ছিল। এই ছুটি শেষে আজ থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে। অর্থাৎ দুই স্টক এক্সচেঞ্জের অফিস আগের সময় অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে। আর শেয়ার লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে। -অর্থনৈতিক রিপোর্টার
×