ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন জেলায় সংঘর্ষে আহত ৩৭

প্রকাশিত: ০৪:০৫, ১৬ সেপ্টেম্বর ২০১৬

তিন জেলায় সংঘর্ষে আহত ৩৭

জনকণ্ঠ ডেস্ক ॥ ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে কিশোরগঞ্জ ও নরসিংদীতে ২৭ জন আহত হয়েছেন। মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। খবর নিজস্ব সংবাদদাতাদের। কিশোরগঞ্জ ॥ কটিয়াদীতে শিশুদের ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সৃষ্ট সংঘর্ষে শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৫ জনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও নিকলী হাসপাতাল ও কটিয়াদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কটিয়াদী উপজেলার করগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নরসিংদী ॥ ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাত ও টেটাবিদ্ধ হয়ে ৭ জন আহত হয়েছে । সদর উপজেলার দুর্গমচর এলাকা নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়ায় বৃহস্পতিবার বেলা ১১ টায় এ ঘটনা ঘটে । জানা গেছে, ওই গ্রামের জাহাঙ্গীর মেম্বারের সমর্থকরা স্থানীয় মতিউল্লাহ ভুইয়া উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গেলে প্রতিপক্ষ একই গ্রামের রুপচাঁন মিয়ার সমর্থকরা হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাত ও টেটাবিদ্ধ হয়ে জাহাঙ্গীর মেম্বারের ৭ সমর্থক গুরুতর আহত হয়। আহতদের মধ্যে ৫ জনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হচ্ছে সুমন মিয়া, সোহরাব, মজিবুর রহমান, ছানাউল্লা ও আতাউর রহমান। এদের মধ্যে টেটাবিদ্ধ আতাউর রহমানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মাদারীপুর ॥ বুধবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের নাজিমদ্দিন মাদবরেরকান্দি এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার মাদবরচর ইউনিয়নের নাজিমদ্দিন মাদবরেরকান্দি এলাকায় ফারুক মাদবর ও আলতাফ মাদবরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় ১০ জন আহত হন। এদের মধ্যে ৬ জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। যুবলীগ নেতার শটগানে যুবক গুলিবিদ্ধ নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৫ সেপ্টেম্বর ॥ যুবলীগ নেতার শটগানের গুলিতে তার ব্যবসায়িক অংশীদার গুরুতর আহত হয়েছে। ঈদের আগের দিন সোমবার রাতে আশুলিয়ার কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ী লিটনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তার অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। জানা গেছে, সোমবার রাতে গে-া এলাকা থেকে লিটনকে নিজের গাড়িতে তুলে নেয় যুবলীগ নেতা সোহেল রানা ওরফে সিনহা রানা। ওই রাতেই কাঠগড়া এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় লিটনকে। দাতব্য চিকিৎসালয় উদ্বোধন সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ১৫ সেপ্টেম্বর ॥ রায়পুরে কাজী তহুরুন্নেসা দাতব্য চিকিৎসালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় পৌর শহরের ৮নং ওয়ার্ডে কাজী বাড়ীতে কাজী নুরুল ইসলাম-তহুরুন্নেসা ট্রাস্টের উদ্যোগে এটি উদ্বোধন করেন সাবেক সচিব নাজমুল আলম সিদ্দিকী। কাজী নুরুল ইসলাম-তহুরুন্নেসা ট্রাস্টের চেয়ারম্যান তহুরুন্নেসার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার, পৌর মেয়র হাজী ইসমাইল খোকন, কাজী নুরুল ইসলাম-তহুরুন্নেসা ট্রাস্টের ডিরেক্টর ইঞ্জিনিয়ার কাজী মঞ্জুরুল আলম, প্রেসক্লাব সভাপতি শংকর মজুমদার প্রমুখ। গুণীজন সম্মাননা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৫ সেপ্টেম্বর ॥ বালিয়াডাঙ্গীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার এবং গুণীজনদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেছে জাগ্রত মানবতা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ উপলক্ষে সংগঠনটির উদ্যোগে বুধবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ মার্কেট চত্বরে চলৎশক্তিহীন ৩০ প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার এবং উপজেলার ৮টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও অন্যান্য গুণীজনসহ ৩০ জনের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দবিরুল ইসলাম। জাগ্রত মানবতার সভাপতি আলী আসলাম জুয়েল সভাপতিত্ব করেন।
×