ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোরবানির গরু সেলফিতে

প্রকাশিত: ০৫:৩৬, ১২ সেপ্টেম্বর ২০১৬

কোরবানির গরু সেলফিতে

সমুদ্র হক ॥ কোরবানির গরু এখন হাট থেকে বাড়ি গিয়ে সেলফিতে উড়াল দিয়ে পৌঁছে যাচ্ছে ফেসবুক হোয়াটস এ্যাপে। প্রযুক্তির অভাবিত অগ্রযাত্রায় কোরবানির গরু এভাবে শামিল হয়েছে। ঈদের শুভেচ্ছার জায়গাটিও দখল করে নিয়েছে গরু। সেলফি, এমএমএস, ফেসবুক ও হোয়াটস এ্যাপ গরুকে মডেল বানিয়ে অনেক ওপরে তুলে দিয়েছে। দ্বিগি¦জয়ী বীর আলেকজান্ডার এই সময়ে এ দেশে এলে তার সেনাপতিকে বলতেন ‘সত্যিই সেলুকাস কি বিচিত্র এই দেশ’। হাটে গরু কেনার পর ক্রেতা গরুর সঙ্গে সেলফি তুলছে। গরু হয়েছে মডেল। সেই গরুকে টেনে আনার ছবি উঠছে স্মার্টফোনের ক্যামেরায়। বাড়িতে ক্ষণিকের নতুন অতিথি আগমনের পরও সেলফি থেমে নেই। এবার বাড়ির তরুণ-তরুণী ছেলে-বুড়ো সকলে কখনও গরুর কাঁধে পিঠে লেজে হাত দিয়ে তুলছে সেলফি। কোরবানির গরুর এত কদর ও সম্মান আগে দেখা যায়নি। কুটুম্ব বাড়িতে এলে যতটা না খাতির-যতœাদি পায় তারচেয়ে ঢের বেশি পাচ্ছে এবারের কোরবানির গরু। গরুর সঙ্গে সেলফি তোলার সময় গরু বুঝি বুঝতে পারে কি হচ্ছে। গরুও পোজ দেয়। কোন গরু সেলফি তোলার সময় নড়াচড়া শুরু করলে কি আদর! মনে হবে সেলফিতে গরু না এলে ফেসবুকে গরু না গেলে কোরবানি বৃথা। কি বিচিত্র ভাবনা! সেলফির পর গরু উড়াল দিয়ে পৌঁছে যাচ্ছে আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের স্মার্টফোনে। কার গরু কত হৃষ্টপুষ্ট, কত নাদুসনুদুস, গরুর রং ধলা, কালো না লাল, গরুর উচ্চতা, গরুর দাম এতথ্যগুলো গরু মডেলের সঙ্গে দেয়া হয়। গরু নিয়ে শুরু হয় নানা জল্পনা। কত দামে গরু কিনে কে জিতল, কে হারল, কার গরুর কত গোশত হবে এ নিয়ে খুলে যায় আলাপের শাখা-প্রশাখা। কোরবানি যেমন-তেমন গরু কেনার হারজিত নিয়ে কথোপকথন শুরু হয়ে যায় এভাবে। শুধু এ পর্যন্ত থেমে থাকলেই চলত। তা থাকে না। কথা আছে আরও। এরপর এ গরু ফের উড়াল দিয়ে চলে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেলফি ও স্মার্টফোনের ক্যামেরায় যে ছবিগুলো তোলা হলো তার বেশিরভাগই আপলোড হয়ে চলে যায় ফেসবুক, হোয়াটস এ্যাপে। এসব ছবির সঙ্গে থাকে স্টেটাস। ফেসবুকের ‘হোয়াটস অন ইউর মাইন্ডে’ কে যে কি লিখছে তা তারাই জানে। ছবিতে গরুর মাথা ও লেজ বোঝা গেলেও স্টেটাসের ‘হেড টেল’ নেই। কে কত দামে কত বড় গরু কিনে কোরবানি দিচ্ছে তারও একটা প্রদর্শনী শুরু হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মনে হবে কথা বলতে পারলে গরু একটা ফ্রেন্ডস রিকোয়েস্ট পাঠিয়ে দিত। ঈদের শুভেচ্ছা বার্তাতেও গরুর প্রবেশাধিকার দেয়া হয়েছে। আগে ফুল-পাখি-প্রকৃতি ইত্যাদি ছবি এঁটে ঈদের শুভেচ্ছা বিনিময় হতো। এবার এসেছে গরু দিয়ে শুভেচ্ছা। সত্যিই সেলুকাস কি বিচিত্র এই দেশ।
×