ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এখনও হাতের ইশারায় চলছে ট্রাফিক নিয়ন্ত্রণ

প্রকাশিত: ০৪:১৩, ১০ সেপ্টেম্বর ২০১৬

এখনও হাতের ইশারায় চলছে ট্রাফিক নিয়ন্ত্রণ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ট্রাফিক সিগন্যাল পদ্ধতি কোটি কোটি টাকা খরচ করে ডিজিটাল করা হলেও শেষ পর্যন্ত ভরসার নাম ট্রাফিক পুলিশের হাতের ইশারা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তাই রাজধানীর সড়কগুলোতে বাড়ছে যানজট। বিশ্লেষকরা বলছেন, সড়কে সিসিটিভি বসানোর পাশাপাশি গাড়ি নিয়ন্ত্রণে ট্রাফিকদের হাতে দিতে হবে রিমোট কন্ট্রোল। সরকার বলছে, সমস্যা সমাধানে বিকল্প ব্যবস্থা নিয়ে গবেষণা চলছে। নিয়ন্ত্রণহীন ছুটছে অসংখ্য গাড়ি। স্বয়ংক্রিয় সিগন্যাল পদ্ধতি থাকা সত্ত্বেও তা কাজ না করায় ট্রাফিক বিভাগের সদস্যরা হাতের ইশারায় নিয়ন্ত্রণ করছেন ছুটে চলা গাড়িগুলো। রাজধানীর সব ব্যস্ত সড়কের কয়েক লাখ গাড়ি নিয়ন্ত্রণের চিত্র এমনই। বেপরোয়া চালকরা হাতের ইশারা না মানায় মাঝে মাঝে দুর্ঘটনা ঘটছে বলেও দাবি ট্রাফিক বিভাগের। পরিসংখ্যানে দেখা যায়, রাজধানীতে যানজটের ফলে বছরে বাণিজ্যিক ক্ষতি হয় ২১ হাজার কোটি টাকারও বেশি। যোগাযোগ বিশেষজ্ঞদের মতে, ঢাকাকে যানজটমুক্ত করতে হলে সিগন্যাল পদ্ধতি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ না করে সার্জেন্টদের হাতেও গাড়ি নিয়ন্ত্রণের ক্ষমতা দিতে হবে। কর্তৃপক্ষ বলছে, সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক কিছু প্রকল্প হাতে নিয়েছে সরকার। ১১ সিটি কর্পোরেশনের ৬২৩৩ স্থানে কোরবানির পশু জবাই স্টাফ রিপোর্টার ॥ কোরবানির পশু জবাইয়ের জন্য ঢাকা উত্তরে ৫৬৭ ও ঢাকা দক্ষিণে ৫৮৩টি স্থান নির্ধারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এছাড়া রাজধানীর বাইরে সারাদেশেও নির্দিষ্ট করে দেয়া হয়েছে কোরবানির পশু জবাইয়ের স্থান। দেশের ১১টি সিটি কর্পোরেশনের মোট ৬২৩৩ টি স্থান পশু কোরবানি জন্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে ৫২৬টি, চট্টগ্রামে ৩৮৭ এবং রাজশাহীতে ২২৪ টি স্থান নির্ধারিত হয়েছে। সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ-উল- আযহা উপলক্ষে নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই ও দ্রুত বর্র্জ্য অপসারণ সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত হয়।
×