ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমতলীতে ৫৪ কলেজ শিক্ষক কর্মচারী

প্রকাশিত: ০৪:০৯, ১০ সেপ্টেম্বর ২০১৬

আমতলীতে ৫৪ কলেজ শিক্ষক কর্মচারী

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা থেকে জানান, আমতলী সরকারী কলেজের ৫৪ শিক্ষক-কর্মচারীর ঈদ উৎসব অনিশ্চিত হয়ে পড়েছে। শিক্ষকদের অভিযোগ, অধ্যক্ষ বিল ভাউচারে স্বাক্ষর না করায় তারা বেতন ভাতা পাচ্ছেন না। জানা গেছে, এ শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন ও ঈদ-উল-আযহার উৎসব ভাতা বাবদ ১৩ লাখ ৮৪ হাজার ৩ শ’২০ টাকা তাদের অনুকূলে ব্যাংকে আসে। শিক্ষকরা অভিযোগ করেন, কলেজ অধ্যক্ষ মাসুদ রেজা রহস্যজনক কারণে এ বেতন ভাতার ভাউচারে স্বাক্ষর না করে বুধবার কলেজ ত্যাগ করেন। এতে শিক্ষক-কর্মচারীরা বেতন ভাতা পাচ্ছে না। ফলে তাদের ঈদ-উল আযহার উৎসব অনিশ্চিত হয়ে পড়েছে। কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম জানান, বেতন ভাতার স্বাক্ষরের জন্য বৃহস্পতিবার অধ্যক্ষের মুুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু তার ফোন বন্ধ পাওয়া গেছে। তিনি জানান, অধ্যক্ষ বেতন-ভাতার ভাউচারে স্বাক্ষর না করায় ৫৪ শিক্ষক-কর্মচারী আগস্ট মাসের বেতন ও ঈদ-উল-আযহার উৎসব ভাতা পাচ্ছেন না। আমতলী সরকারী কলেজ অধ্যক্ষ মোঃ মাসুদ রেজা মুঠোফোনে বলেন, আমি বার বার অফিস ক্লার্ক মোঃ সেলিম মিয়াকে বেতন ভাতার ভাউচার নিয়ে আসার জন্য অনুরোধ করেছি কিন্তু তিনি রহস্যজনক কারণে না আসায় বিলে স্বাক্ষর করতে পারিনি। সেলিম মিয়া জানান, বেতন ভাতার ভাউচার তৈরি করে বুধবার সকালে অধ্যক্ষের কাছে দিয়েছি কিন্তু তিনি স্বাক্ষর না করে ওইদিনই কলেজ ত্যাগ করেছেন।
×