ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

শিশুসহ নিহত ১১

প্রকাশিত: ০৬:১৮, ৮ সেপ্টেম্বর ২০১৬

শিশুসহ নিহত ১১

জনকণ্ঠ ডেস্ক ॥ নাটোর, লক্ষ্মীপুর, রংপুর, সিরাজগঞ্জ, মুন্সীগঞ্জ, নেত্রকোনা, নারায়ণগঞ্জ ও শেরপুরে বুধবার সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতার। নাটোর ॥ বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত ও অন্তত ১০জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দোলন হোসেন (২৮) ও হেলাল উদ্দিন (৬০) টাঙ্গাইলের ভুয়াপুরের বাসিন্দা। বাকি একজনের পরিচয় জানা যায়নি। এদের মধ্যে একজন ট্রাক চালক ও অপর দুইজন গরু ব্যবসায়ী। বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সকাল ৯টার দিকে উপজেলার মানিকপুর এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে রাজশাহী থেকে ঢাকাগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের বিপরীতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। রায়পুর, লক্ষ্মীপুর॥ রায়পুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চরআবাবিল গ্রামের আসাদ বিন আনোয়ার নামের এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় উসামা ও হামজা নামের আরও দুই জন আহত হয়েছেন। বুধবার ভোরে রায়পুর-চট্টগ্রাম মহাসড়কের চর চামিচা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সঙ্কটাপন্ন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রংপুর ॥ রংপুর-বদরগঞ্জ সড়কের লাহিড়ীরহাট এলাকায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন । বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দক্ষিণ মমিনপুর বালিয়াপাড়া গ্রামের অফিল উদ্দিনের ছেলে মোঃ জহিরুল ইসলাম (৪৩) ও একই গ্রামের নিজাম উদ্দীনের ছেলে নূরুল ইসলাম (৪৮)। আহত ১৭ জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জ ॥ বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সলঙ্গা থানার পাঁচলিয়া এলাকায় বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ট্রাক চাপায় শাহিনা খাতুন (৩২) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় স্বামী, দুই সন্তানসহ ৪ জন আহত হয়েছে। শাহীনা সলঙ্গা থানার নলকা ইউনিয়নের কায়েম গ্রামের শাহিনের স্ত্রী। হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুল গনি জানান, স্বামী ও দুই সন্তানসহ শাহীনা খাতুন পাঁচলিয়া বাজার থেকে একটি ব্যাটারি চালিত ভ্যানযোগে গ্রামের বাড়িতে যাচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। মুন্সীগঞ্জ ॥ গজারিয়া উপজেলার বাউশিয়া পাখির মোড় এলাকায় বুধবার কাভার্ড ভ্যান-পিকাপের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পিকাপের ড্রাইভার নিহত হয়েছে। নিহত পিকাপ ড্রাইভারের নাম রাজীব (২৮)। বুধবার ভোরে বাউশিয়া পাখির মোড় এলাকায় কুমিল্লাগামী কাভার্ড ভ্যানের বিপরীত মুখী একটি পিকাপের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পিকাপের ড্রাইভার নিহত হন। মোহনগঞ্জ, নেত্রকোনা ॥ মোহনগঞ্জ-গাগলাজুর সড়কে বসন্তিয়ায় বুধবার সকালে ইজি বাইকের নিচে চাপাপড়ে মারুফা(৪) নামের এক শিশু নিহত হয়েছ। সে বসন্তিয়া গ্রামের ফারুক মিয়ার কন্যা। জানা গেছে, ওই দিন সকালে শিশুটি বাড়ির পাশের রাস্তায় খেলার সময় ইজি বাইক তাকে চাপা দেয়। শেরপুর ॥ নালিতাবাড়ী উপজেলার যোগানীয়া ইউনিয়নের তালুকপাড়া এলাকায় ঢাকা-নালিতাবাড়ী মহাসড়কে বুধবার দুপুরে ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছে জহুর আলী (৪০) নামে এক বাস হেলপার। নিহত বাস হেলপার তালুকপাড়া গ্রামের মৃত সইমদ্দিনের ছেলে। জানা যায়, নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরের দিকে যাওয়ার সময় ট্রাকটি তালতলা বাজারের পাশে তালুকপাড়া এলাকার জালালউদ্দিনের একটি গরুকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। ওই সময় গরুর মালিক রাস্তায় থাকা লোকজনকে ট্রাকটি থামাতে বললে অদূরে থাকা বাস হেলপার জহুর আলী ও কয়েকজন মিলে চলন্ত ট্রাকটিকে থামাতে সংকেত দেয়। ট্রাক চালক না মেনে জহুর আলীকে চাপা দিয়ে চলে যায়। কিছুদূর গিয়ে ট্রাক ফেলে চালক ও হেলপার পালাতে চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা তাদের ধরে গণধোলাই দেয়। নারায়ণগঞ্জ ॥ ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লার পাগলা এলাকায় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান চাপায় সোহাগ (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। সোহাগ পটুয়াখালীর গলাচিপার গোলখালি গ্রামের শাহ আলম মিয়ার ছেলে। তিনি পঞ্চবটির প্রিমিয়াম বেকারিতে কাজ করতেন। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে।
×