ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

র‌্যাব পরিচয়ে ব্যবসায়ী অপহরণ ॥ সেনা সদস্যসহ আটক ৭

প্রকাশিত: ০৬:০১, ৬ সেপ্টেম্বর ২০১৬

র‌্যাব পরিচয়ে ব্যবসায়ী অপহরণ ॥ সেনা সদস্যসহ আটক ৭

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৫ সেপ্টেম্বর ॥ র‌্যাব পরিচয়ে বিআরটিসি বাস থেকে দুই ব্যবসায়িকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের প্রচেষ্টাকালে এক সেনা সদস্যসহ সাত আন্তঃজেলা ডাকাতদলের সদস্যকে আটক করেছে পাবনা থানা পুলিশ। রবিবার রাত ৩ টার দিকে শহরের অনন্ত সিনেমা হল মোড়ে এ ঘটনা ঘটেছে। আটককৃতদের কাছ থেকে দুই ব্যবসায়ী উদ্ধারসহ বিদেশী পিস্তল হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, রাত ৩টার দিকে অনন্ত মোড়ে মাইক্রো (রেজি নং-বগুড়া-চ-১১-০০৩৮) দেখে পুলিশ থামানোর নির্দেশ দেয়। মাইক্রো থেকে র‌্যাব সিরাজগঞ্জ পরিচয় দেয়া হয়। পুলিশের এএসআই মনিরুল ইসলাম এ সময় মাইক্রোর মধ্যে হ্যান্ডকাপ অবস্থায় দুজনকে দেখে গাড়ি আটকানোর চেষ্টা করলে তাকে গুলি করতে উদ্যত হয়। মনিরুল ইসলাম রিভলবার তাক করে অন্য পুলিশ কর্মকর্তাদের জানালে তারা এসে গাড়ি আটক করে। এ সময় চট্টগ্রাম সেনানিবাসের ফোরফিল্ড আর্টিলারি রেজিমেন্ট সৈনিক টিবিভি ইসমাইল হোসেন, র‌্যাব সোর্স চাঁপাইনবাবগঞ্জ জেলার কয়লারদিয়ার গ্রামের জেম বাবু, ঈশ্বরদী উপজেলার মারদিয়া গ্রামের সাকিব, একই গ্রামের জীবন, ঈশ্বরদী মারদিয়া লাইনপাড়া গ্রামের মাহবুব হোসেন, পাবনা শহরের দক্ষিণরামচন্দ্রপুর পলিথিন রোডের সিরাজুল ইসলাম ও মাইক্রো চালক নাটোর জেলার সাদিপুর গ্রামের মোখলেছুরকে আটক করা হয়। এদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ২টি খেলনা পিস্তল, হ্যান্ডকাপ, সোনার অলঙ্কার ও ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, আটককৃতরা নাটোর জেলার লালপুরের এক বাড়ি থেকে রাত ৯ টার দিকে ডাকাতি শেষে দাশুরিয়া মোড়ে আসে। এরপর সেখানে দাঁড়িয়ে থাকা যশোর-বগুড়াগামী বিআরটিসি বাসে র‌্যাব পরিচয়ে তারা ২ ব্যবসায়ী যাত্রীকে ধরে এনে মাইক্রোতে তোলে। দুই ব্যবসায়ীর পরিবারের কাছে তারা মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা করে দাবি করে। বিকাশে টাকা পাঠানোর কথা বলে তারা পাবনা শহরের অনন্তমোড়ে এসে অপেক্ষা করছিল। আটককৃত সেনা সদস্য ছুটিতে এসে ডাকাতি ও অপহরণের কাজে লিপ্ত হয় বলে পুলিশ জানায়। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার রানীহাট ইউনিয়নের চুনাখালি গ্রামের হুমায়ন কবির ইয়াহিয়ার ছেলে। ওই সেনা সদস্য পাবনা র‌্যাবে ছিল বলেও জানা গেছে। অপর পাঁচজন র‌্যাবের সোর্স হিসেবে কাজ করে বলে পুলিশের কর্মকর্তা জানান।
×