ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে ব্রিজ কালভার্টের বেহাল দশা

প্রকাশিত: ০৩:৫৯, ৩ সেপ্টেম্বর ২০১৬

কেরানীগঞ্জে ব্রিজ কালভার্টের  বেহাল দশা

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২ সেপ্টেম্বর ॥ পুরনো ব্রিজ কালভার্টগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন সময় মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিকল্প পথ না থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে নড়বড়ে সেতু দিয়ে প্রতিদিন শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহন যাতায়াত করছে। সড়ক ও জনপথের কর্মকর্তাদের সে দিকে খেয়াল নেই। সিদ্ধান্ত হলেও তা কাগজে কলমে ফাইলবন্দী হয়ে পড়ে থাকে। দ্রুত কার্যকর করার কোন সিদ্ধান্ত হচ্ছে না। সরেজমিন ঘুরে দেখা গেছে, ঢাকা-দোহার, ঢাকা-নবাবগঞ্জ, বান্দুরা এবং খোলামোড়া থেকে আটি বাজার হয়ে কলাতিয়া পর্যন্ত খুবই গুরুপূর্ণ রাস্তা। কেরানীগঞ্জের নেকরোজবাগ, মদিনা নগরের সেতু দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। বিশেষ করে পশ্চিম কেরানীগঞ্জের ৭টি ইউনিয়ন এবং পূর্ব কেরানীগঞ্জের ৫টি ইউনিয়নের বাসিন্দারা প্রতিদিন ঢাকা শহরে যায় এই ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে। তাছাড়া কেরানীগঞ্জ উপজেলা রয়েছে কোনাখোলা এলাকায়। সেখানেও প্রতিদিন বহু লোক জীবন হাতের মুঠোয় নিয়ে যাতায়াত করছে ওই পথ ধরে। বিশেষ করে দোহার ও নবাবগঞ্জের বহু ভারি যানবাহন প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে আসা-যাওয়া করছে। খোলামোড়া থেকে আটিবাজার হয়ে কলাতিয়া বাজার পর্যন্ত চারটি ব্রিজ। ভাওয়াল উচ্চ বিদ্যালয়সংলগ্ন ব্রিজ, জয়নগর ব্রিজ, কলাতিয়া বাজার ব্রিজ ও খোলামোড়া খুবই বিপজ্জনক হয়ে পড়েছে । ইতোমধ্যে ২টি ব্রিজের কাজ শুরু হলেও কাজের সময়সীমা অনেক বেশি লাগছে। যে কারণে স্থানীয়রা পড়ছে ভোগান্তিতে। বিশেষ করে উপজেলার ১২টি ইউনিয়নের লোক বুড়িগঙ্গা ৩য় সেতু দিয়ে যাতায়াত শুরু করেছে। কিন্তু ৩য় সেতুতে যাবার ব্রিজ ও কালভার্টগুলো সরু ভাঙ্গা। তার ওপর ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যাতায়াত করায় আশঙ্কায় রয়েছে জনসাধারণ। বৃহস্পতি ও শুক্রবার ওই পথ দিয়ে যাত্রীদের বাড়তি চাপ থাকায় ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যাচ্ছে।
×