ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মেজবা বাপ্পীর ‘রাগ ভাঙ্গানোর গান’

প্রকাশিত: ০৩:৫১, ৩ সেপ্টেম্বর ২০১৬

মেজবা বাপ্পীর ‘রাগ  ভাঙ্গানোর গান’

স্টাফ রিপোর্টার ॥ চ্যানেল আই সেরাকণ্ঠখ্যাত তরুণ শিল্পী মেজবা বাপ্পী। সেরাকণ্ঠ প্রতিযোগিতায় অংশ নেয়ার পর থেকে আর পিছে তাকাতে হয়নি তাকে। নতুন নতুন গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের মন জয় করেছেন। চলছে নিরন্তর সঙ্গীতচর্চা। বগুড়ার সন্তান মেজবা বাপ্পী বিভিন্ন স্টেজ প্রোগ্রামে সঙ্গীত পরিবেশনের পাশাপাশি দেশের স্যাটেলাইট চ্যানেলগুলোতেও নিয়মিত দেখা যায় তাকে। অচিরেই আসছে তার একক নতুন এ্যালবাম। সম্প্রতি নতুন একটি গান করলেন মেজবাহ বাপ্পী। ‘রাগ ভাঙ্গানোর গান’ শিরোনামের এই গানটির নিজের লেখা ও সুরে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির সঙ্গীত পরিচালনা করেছে সজীব দাশ। বলা হয়ে থাকে অভিমান রাগ ভালবাসারই অপর নাম। তাই কারণে অকারণে প্রিয়তমার অভিমান আর মান ভাঙ্গাতে তৈরি হয়েছে মেজবা বাপ্পীর ‘রাগ ভাঙ্গানোর গান’। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন সজীব দাস। আর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ওয়ালিদ আহমেদ। ভিডিওচিত্রে বাপ্পীর পাশাপাশি অভিনয় করেছেন নবাগতা মডেল নওশিন রুহি। এই গানটির মিউজিক ভিডিওটি প্রকাশের দায়িত্ব নিয়েছে দেশের স্বনামধন্য অডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। খুবই শিগগিরই গানটির মিউজিক ভিডিও প্রকাশ হবে। গানটি প্রসঙ্গে বাপ্পী বলেন, এটি ভীষণ মিষ্টি একটি প্রেমের গান। আর প্রেম নিয়ে লিখতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। গান লেখার ক্ষেত্রে সব সময়ই একটু আলাদা ধরনের শব্দের প্রতি লোভ ছিল। আর ভাল লেখা হলে একটু অন্ধকার আর সঙ্গে গিটার, কিভাবে যেন সুরটাও হয়ে যায়। তারই বহির্প্রকাশ এই ‘রাগ ভাঙ্গানোর গান’। আর সজীব দাদাতো তার মেধা আর শ্রম দিয়ে গানটিকে আরও সুন্দরভাবে অলংকৃত করেছেন। সর্বোপরি, আশা করছি গানটি সবার মনোরঞ্জন করবে। তাহলেই আমাদের শ্রম স্বার্থক হবে। শিল্পী মেজবা বাপ্পীর মতে গান শোনার পাশাপাশি দেখারও একটা ব্যাপার থাকে। তাই এই গানটির মিউজিকি ভিডিও তৈরি করেছেন তিনি। বাপ্পী আরও বলেন, এটা আমার এবং রুহীর করা প্রথম মিউজিক ভিডিও, নতুন হিসেবে নওশিন রুহী খুব ভাল অভিনয় করেছে। তিনি আরও বলেন, একটা কাজের নেপথ্যে অনেক গল্প থাকে। সেটি হয়ত বা সবার অজানাই থেকে যায়। সর্বোপরি গানটি দর্শকদের ভাল লাগলেই আমার স্বার্থকতা। এবারের ঈদে লেজার ভিশনের ঈদ এক্সক্লুসিভ হিসেবে থাকছে ‘রাগ ভাঙ্গানোর গান’। তাই প্রিয়জনের রাগ ভাঙ্গাতে গানটি শেয়ার করে শুনিয়ে দিতে পারেন শ্রোতারা। এরই মধ্যে লেজারভিশনের ইউটিউব চ্যানেলে গানটির প্রোমো প্রকাশ হয়েছে। আর পুরা গান প্রকাশ হবে আগামী সপ্তাহে। বগুড়ার সোনাতলা থানার পাকুল্লা ইউনিয়নের সন্তান মেজবা একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছেন। গানের পাশাপাশি একটি এফএম রেডিওতে আরজে হিসেবেও কাজ করেন। তার জন্য শুভ কামনা।
×