ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এশিয়ান কাপের বাছাইপর্ব

প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে অপ্রীতিকর হার বাংলাদেশের!

প্রকাশিত: ০৮:১৪, ২ সেপ্টেম্বর ২০১৬

প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে অপ্রীতিকর হার বাংলাদেশের!

স্পোর্টস রিপোর্টার ॥ টম সেইন্টফিটের অভিষেকটা মোটেও সুখকর হলো না। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে বৃহস্পতিবার রাতে রাসমি ধান্ধু স্টেডিয়ামের ডাগ-আউটে বসে তাকে দেখতে হয়েছে দলের করুণ ও লজ্জাজনক হার। অথচ তিনি চেয়েছিলেন কমপক্ষে ‘ড্র’। অথচ তার শিষ্যরা তাকে উপহার দিল লজ্জাজনক হার! স্বাগতিক মালদ্বীপ জাতীয় ফুটবল দলের কাছে ০-৫ গোলে বিধ্বস্ত হয়েছে তার দল। যদিও এটা ছিল প্রীতি ম্যাচ, তারপরও বাংলাদেশের কাছে এই হারটি ছিল নিঃসন্দেহে অপ্রীতিকর! ‘এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের প্লে অফ’ পর্বে আগামী ৬ সেপ্টেম্বর নিজেদের মাটিতে ভুটানকে মোকাবেলা করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ ম্যাচের পূর্ব প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার বাংলাদেশ মালদ্বীপে গিয়ে তাদের সঙ্গে একটি ‘এ্যাওয়ে’ প্রীতি ম্যাচে অংশ নেয়। এ ম্যাচে বাংলাদেশের বেলজিয়ান কোচ সেইন্টফিট দলকে শুরুতে খেলান ৪-২-৩-১ ফর্মেশনে। এতে যে কোন কাজ হয়নি, তা খেলার স্কোরলাইনেই পরিষ্কার। যদিও ম্যাচের প্রথমার্ধে নিজেদের জাল অক্ষত রাখতে সক্ষম হয় বাংলাদেশের রক্ষণভাগ। কিন্তু দ্বিতীয়ার্ধে তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙ্গে পড়ে তাদের সব প্রতিরোধ। জয়ী মালদ্বীপের হয়ে হ্যাটট্রিক করেন আসাদুল্লাহ আবদুল্লাহ। তিনি গোলগুলো করেন ৫৩, ৬১ ও ৮২ মিনিটে। এছাড়া হামজাথ মোহাম্মদ ৭৯ মিনিটে এবং ইসমাইল ঈসা ইনজুরি সময়ে (৯০+) ১টি করে গোল করেন। এ নিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় ১২ বার মালদ্বীপের মুখোমুখি হলো বাংলাদেশ। উভয় দলই জিতেছে ৫ ম্যাচে। আর হেরেছে ৩ ম্যাচে। বাকি ৪ ম্যাচ ড্র হয়। সাফ ফুটবলে ১ বার এবং সাফ গেমস ফুটবলে বাংলাদেশ জেতে ৩ বার। বাংলাদেশের সবচেয়ে বড় জয় ৮-০ গোলে, সাফ গেমস ফুটবলের গ্রুপ পর্বে, ২৩ ডিসেম্বর, ১৯৮৫ সালে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বৃহস্পতিবারের আগে সর্বশেষ মোকাবেলায়ও বাংলাদেশ হারে ১-৩ গোলে, সাফ সুজুকি কাপের গ্রুপ পর্বে, ২৬ ডিসেম্বর, ২০১৫ সালে, ভারতের কেরালার ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে। দুই দলের মোকাবেলায় বাংলাদেশ মোট গোল করেছে ২০টি, হজম করেছে ১৬টি। প্রীতি ম্যাচেই যখন বাংলাদেশের এই দুরবস্থা, তাহলে তারা নিজেদের মাটিতে আগামী ৬ সেপ্টেম্বর ভুটানের সঙ্গে কি ফল করবে, তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মাঝে।
×