ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাবির আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

প্রকাশিত: ০৩:৫২, ২ সেপ্টেম্বর ২০১৬

শাবির আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ছাত্রলীগের বিবদমান গ্রুপের মধ্যে সংঘর্ষের পর উদ্ভূত পরিস্থিতির কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদের এবং শুক্রবার বেলা ১২টার আগে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। ফুটবল টুর্নামেন্টের কমিটিকে কেন্দ্র করে শাবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গত তিন দিনে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের সব হলে বৃহস্পতিবার সকালে এ নোটিস টাঙ্গানো হয়। তবে একাডেমিক জরুরী কার্যক্রম এবং ৩৬তম বিসিএস লিখিত পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্টরা প্রভোস্টের সঙ্গে দেখা করে বিশেষ অনুমতি নিয়ে থাকতে পারবেন। রাজশাহী-কলকাতা বাস সার্ভিস শুরু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী থেকে এবার সরাসরি কলকাতা রুটে বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে কলকাতার উদ্দেশ্যে রাজশাহী ছেড়েছে দেশ ট্রাভেলস্রে একটি বিলাসবহুল কোচ। নাটোর-কুষ্টিয়া ও বেনাপোল হয়ে বিকেল সোয়া ৩টার দিকে বাসটি কলকাতা পৌঁছবে। প্রথম যাত্রায় রাজশাহী থেকে এ রুটের যাত্রী ছিলেন চারজন, অন্যান্য জেলা থেকেও যাত্রী রয়েছেন। সকালে নগরীর শিরোইল বাস টার্মিনালে এ বাসযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর রহমান পিটার। এ সময় রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি ও সাধারণ সম্পাদক মাহতাব হোসেন চৌধুরীসহ দেশ ট্রাভেলস্ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশ ট্রাভেলস্রে রাজশাহী সেবাকেন্দ্রের ব্যবস্থাপক মাসুদ রানা জানান, প্রতিদিন সকাল ৭টা ১৫ মিনিটে রাজশাহী ছেড়ে যাবে বাসটি। আর কলকাতা থেকে রাজশাহীর উদ্দেশ্যে বাসটি ছাড়বে প্রতিদিন বেলা ১১টায়। শীতাতপ নিয়ন্ত্রিত এ সার্ভিসে কলকাতা যেতে যাত্রী প্রতি ভাড়া পড়বে এক হাজার ৮শ’ টাকা। এরমধ্যে রাজশাহী-বেনাপোল পর্যন্ত ভাড়া এক হাজার ৪শ’ টাকা। আর এপার থেকে কলকাতায় পৌঁছতে লাগবে ভারতীয় ২৮০ রুপি। এর ভেতরেই ইমিগ্রেশন ফি ধরা হয়েছে। জাতীয় ভার্সিটিতে লাইব্রেরি সায়েন্সে স্নাতকোত্তর শুরু স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ^বিদ্যালয়ে প্রথমবারের মতো অন-ক্যাম্পাস পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি এ্যান্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রাম চালু হয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া ওই প্রোগ্রামের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম ব্যাচে ১শ’ শিক্ষার্থী অংশ নেয়। নিজেদের দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসব শিক্ষার্থী এক বছর মেয়াদী এ পেশাদার কোর্সে ভর্তি হয়েছে। এ উপলক্ষে জাতীয় বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ উপস্থিত ছিলেন। দরিদ্র নারীদের অর্থ প্রদান নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১ সেপ্টেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দরিদ্র নারীদের মাঝে নগদ অনুদান বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য গোলাম দস্তগীরের (বীরপ্রতীক) ঐচ্ছিক তহবিল থেকে বৃহস্পতিবার দুপুরে উপজেলা মিলনায়তনে ৬০ দরিদ্র নারীর মাঝে নগদ অনুদান বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতীক) পক্ষে তার সহধর্মিণী ও তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী। উপস্থিত ছিলেন- সমাজসেবক লায়ন মোহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়া, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, প্রকৌশলী নাশির উদ্দিন প্রমুখ। জঙ্গী রুখতে বিতর্ক প্রতিযোগিতা নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১ সেপ্টেম্বর ॥ শক্তি নয় শিক্ষা দিয়েই সন্ত্রাস ও জঙ্গীবাদ রুখতে হবে, এ বিষয় নিয়ে স্কুলপর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা বৃহস্পতিবার উপজেলা ও পৌর সদরসহ শতাধিক প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে । উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিযোগিতা পরিদর্শন করেন। ধলিয়া বহুলী স্কুল এ্যান্ড কলেজের হলরুমে ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রতিযোগিতায় বক্তব্য রাখেন- অধ্যক্ষ মুঞ্জুরুল হক খান, ছাইফুল ইসলাম দুদু প্রমুখ। ধীতপুর ইউনিয়নের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশ নেয়।
×