ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সব্যসাচী দাশ

ক্যাটের নতুন রসায়ন

প্রকাশিত: ০৬:৩০, ১ সেপ্টেম্বর ২০১৬

ক্যাটের নতুন রসায়ন

উত্থান পতন বা ভাল সময় মন্দ সময় প্রতিটি জীবনের অনুসঙ্গ। এক ধারায় জীবন কখনও প্রবাহিত হয় না। আর যদি হতো তাহলে জীবনকে অন্যভাবে দেখতে হতো। ভাল-মন্দ নিয়েই আমাদের জীবন। বেশির ভাগই খারাপ সময়গুলো মেনে নিতে পারে নাম মানুষ। তবে দৃঢ়চেতা মানুষগুলো উল্টো স্রোতে ঠিকই কূল খুঁজে পান। তেমনি এক দৃঢ়চেতা ব্যক্তিত্ব বলিউড উর্বশী ক্যাটরিনা কাইফ। ব্যক্তিগত ও ক্যারিয়ার জীবনে বেশ লম্বা সময় বিব্রতকর অভিজ্ঞতার মধ্য দিয়ে পার করছেন।বর্তমানে বেশ আলোচিত বিশ্বব্যাপী আবেদনময়ী এই হার্টথ্রব অভিনেত্রী। তবে তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা পূর্বাপেক্ষা কম। বেশ বিরতির পর এ বছরের ফের্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস গ্রেট এক্সপেকটেশন্সের কাহিনী অবলম্বনে ফিতুর সিনেমাটি। অবশ্য বক্স অফিসে এর সাফল্য নেই বললেই চলে। ভারতীয় বংশোদ্ভূত এই ব্রিটিশ মডেল ও অভিনেত্রী বলিউডে ক্যারিয়ার শুরুর পর থেকে আলোচনার শীর্ষে রয়েছেন। বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে দীর্ঘ প্রেম অতঃপর বিচ্ছেদ! এরপর এমার্জিং সুপারস্টার ঋষিকাপুর পুত্র রণবীরের সঙ্গে প্রেম ও অন্তরঙ্গ মেলামেশা মিডিয়াজুড়ে ব্যাপক কভারেজ, তাদের ছাড়াও দুই পরিবারকে আলোচনায় নিয়ে এসে। আসলে তার মোহনীয় রূপ। হৃদয় চমকানো শরীরী কাঠামো, বলিউড সুপার স্টার থেকে অগণিত তরুণ হৃদয়ে উচ্চ বিটে হৃদস্পন্দন বাড়িয়ে আসছে বরাবরই। সময়ের পালাবদলে রণবীরের সঙ্গে প্রেম। বিচ্ছেদ, অভিনীত চলচ্চিত্রের বাণিজ্যিক ব্যর্থতা সব মিলিয়ে প্রতিকূল সময় পার করছেন ক্যাটরিনা। কিন্তু মানবজীবনে শেষ বলে কিছু নেই! এ মন্ত্র তিনি, হয়ত জানেন। তাই পিছিয়ে না পড়ে নতুন উদ্যমে প্রচারণায় নেমেছেন তার মুক্তির অপেক্ষারত নতুন চলচ্চিত্র বার বার দেখ নিয়ে।আগামী ৯ সেপ্টেম্বর বিখ্যাত অস্কারজয়ী চলচ্চিত্র লাইফ অফ পাই-এর সহ-পরিচালক নিত্য মেহেরার পরিচালনায় নির্মিত রোমান্টিক ঘরানারএই চলচ্চিত্র। পর্দায় নব রূপ ও রোমান্সে অবতীর্ন হবেন ক্যাটরিনা কাইফ ও সিদ্ধার্থ মালহোত্রা। তাদের নতুন উষ্ণ রসায়ন ইতোমধ্যে ব্যাপক আলোচনা ও আগ্রহ তৈরি করেছে। সিনেমাটির পোস্টার, ট্রেজার এবং ইউটিউবে মুক্তি পাওয়া এর গান সিনেমাপ্রেমী তরুণ-তরুণীদের দৃষ্টি কেরেছে। বিশেষ করে পর্দায় ক্যাট ও সিদ্ধার্থের নতুন জুটি এর অন্যতম কারণ। সিনেমা সম্পর্কে সিদ্ধার্থ এক সাক্ষাতকারে বলেন, এটা রোমান্টিক ধাঁচের মুভি। মুভিতে এক ব্যক্তির ১৮ থেকে ৬০ বছর পর্যন্ত জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। প্রকৃতপক্ষে এটি হচ্ছে ভিন্ন ধাঁচের প্রেমের গল্প, যেখানে প্রেমিক-প্রেমিকাদের জন্য গতানুগতিক নয় ভিন্ন কিছু করার অপশন দেখানো হয়েছে। সেই সঙ্গে মুভিটির গল্পে চমৎকার টুইস্ট রয়েছে বলেও জানান। ক্যাটরিনাও বেশ খোলামেলা রোমান্সে জড়িয়েছেন জুনিয়র আর্টিস্টকে। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন যৌথভাবে আনু মালিক ও আরেক, খো গায়া হাম কাহা, স আসমা দড়িয়া, কালো চশমা রোমান্টিক গানগুলো ইতোমধ্যে বেশ জনপ্রিয়
×