ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাউশির সেই ৬ কর্মকর্তার দুর্নীতি তদন্তে দুদক

প্রকাশিত: ০৯:০৭, ৩০ আগস্ট ২০১৬

মাউশির সেই ৬ কর্মকর্তার দুর্নীতি তদন্তে দুদক

স্টাফ রিপোর্টার ॥ নানা কেলেঙ্কারির দায়ে সদ্য বদলি মাউশি সেই ছয় বিতর্কিত কর্মকর্তার দুর্নীতি তদন্তে এবার মাঠে নেমেছে দুদক। এ লক্ষ্যে কমিশন সহকারী পরিচালক হাফিজুর রহমানের নেতৃত্বে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। ওই ছয় কর্মকর্তার সম্পদের হিসাবসহ সংশ্লিষ্ট তথ্য জানাতে মাউশির ডিজিকে চিঠি দিয়েছে দুদক। চিঠি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন মহাপরিচালক অধ্যাপক এসএম ওয়াহিদুজ্জামান। এর আগে গত ১৪ আগস্ট বিতর্কে জড়িয়ে পড়া মাউশির ওই কর্মকর্তাদের বদলি করে শিক্ষা মন্ত্রণালয়। দুদকের তদন্তের আওতায় কর্মকর্তারা হলেনÑ সাবেক উপ-পরিচালক মোহাম্মদ তাজিব উদ্দিন, এসএম বশীর উল্লাহ, সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, এটিএম আল ফাত্তাহ, আনোয়ার হোসেন ও শারমিন সুলতানা। উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ বিশ্বে রোল মডেল শিক্ষামন্ত্রী ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশে বাস্তবায়নাধীন উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যপুস্তকের মতো বিভিন্ন শিক্ষাবান্ধব কর্মসূচী সারাবিশ্বে শিক্ষার উন্নয়নে রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। সোমবার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্পের স্টাইপেন্ড ডাটা ম্যানেজমেন্ট সফটওয়্যার বিষয়ে ওরিয়ন্টেশন ও মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন। উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্পের পরিচালক শ্যামা প্রসাদ বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা সচিব সোহরাব হোসাইন এবং মাউশি ডিজি প্রফেসর ড. এসএম ওয়াহিদুজ্জামানও বক্তৃতা করেন।
×