ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কবি শহীদ কাদরীর প্রতি প্রবাসীদের শেষ শ্রদ্ধা

প্রকাশিত: ০৪:২৪, ৩০ আগস্ট ২০১৬

কবি শহীদ কাদরীর প্রতি প্রবাসীদের শেষ শ্রদ্ধা

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ ৩৪ বছর পর অভিমান ভেঙ্গে কবি শহীদ কাদরী ফিরছেন প্রিয় মাতৃভূমিতে। তবে স্বাভাবিক মানুষ হিসেবে নয়, তিনি ফিরছেন কফিনে বন্দী হয়ে। তার এ শেষযাত্রা নিউইয়র্ক থেকে শুরু হবে স্থানীয় সময় ২৯ আগস্ট সোমবার রাত ১১টায় (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৯টায়) এমিরেটস এয়ারলাইন্সে। জেএফকে থেকে ইকে ২০২ ফ্লাইটে কবির লাশ যাবে দুবাই। সেখান থেকে কফিনসহ ইকে ৫৮২ নম্বরের ফ্লাইট রওনা দেবে ঢাকার উদ্দেশে এবং তা ঢাকায় পৌঁছানোর কথা বুধবার সকাল ৮টায়। লাশের সঙ্গে একই ফ্লাইটে যাচ্ছেন কবির একমাত্র সন্তান আদনান কাদরী। একই ফ্লাইটে টিকেট না পেয়ে প্রায় একই সময়ে নিউইয়র্ক থেকে কাতার এয়ারলাইন্সে রওয়ানা দেবেন কবিপতœী নীরা কাদরী। আর নয় মিনিস্কার্ট নিরাপত্তার জন্য পর্যটকরা ভারতে এসে খোলামেলা পোশাক না পরার পরামর্শ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মা। মন্ত্রীর যুক্তি, ভারতের সংস্কৃতির সঙ্গে ইউরোপ-আমেরিকার সংস্কৃতির অনেক পার্থক্য। বিষয়টি পর্যটকদের মাথায় রাখা উচিত। তাই ছোটখাটো পোশাক, মিনি স্কার্ট বা ওই জাতীয় খোলামেলা পোশাক যেন পর্যটকরা না পরেন সেই অনুরোধ করলেন তিনি। -জি নিউজ কিংবদন্তি সঙ্গীতশিল্পী গ্যাব্রিয়েল আর নেই মেক্সিকোর কিংবদন্তি সঙ্গীত শিল্পী ও প্রযোজক জুয়ান গ্যাব্রিয়েল ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। মেক্সিকোর টেলিভিসা নেটওয়ার্ক খবরটি সম্প্রচার করে। তার ঝুলিতে ১ হাজারের বেশি স্বর্ণ, প্লাটিনাম ও মাল্টিপ্লাটিনাম এ্যালবাম রয়েছে। হলিউড ওয়াক অব ফেমে তার একটি তারকা খ্যাতি ছিল। তিনি এখনও মিউজিক ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি উপার্জনকারীদের তালিকায় রয়েছেন। এই শুক্রবারেই গ্যাব্রিয়েল লসএ্যাঞ্জেলেসে একটি কনসার্টে গান গেয়েছেন। ল্যাটিন আমেরিকায় গ্যাব্রিয়েলের গান ব্যাপক সমাদৃত ছিল। তার গানগুলো ফরাসী, জার্মান, ইতালিয়ান ও জাপানী ভাষায়ও অনুবাদ করা হয়। - এএফপি
×