ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মৌ-নোবেলের ‘সবুজের আলতো পথ’

প্রকাশিত: ০৪:২০, ২৯ আগস্ট ২০১৬

মৌ-নোবেলের ‘সবুজের আলতো পথ’

স্টাফ রিপোর্টার ॥ দেশের বিজ্ঞাপন অঙ্গনে অত্যন্ত জনপ্রিয় আদিল হোসেন নোবেল ও সাদিয়া ইসলাম মৌ জুটি। নাটকের ক্ষেত্রেও তারা সমান জনপ্রিয়। গত ঈদ-উল-ফিতরে প্রচার হওয়া ‘হাইওয়ে’ নাটকটি দিয়ে অনেকদিন পর ছোটপর্দায় সাড়া ফেলেছিলেন তারা। আগামী ঈদ-উল-আযহা উপলক্ষে ‘সবুজের আলতো পথ’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তারা। নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন প্রসূন রহমান। পরিচালনা করেছেন বরেণ্য নির্মাতা কৌশিক শংকর দাস। এক যুগ আগে দাম্পত্য জীবনে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনার পর ফিরে এসে অতীত জীবনের সেই সময়ের মুহূর্তগুলোকে ঘিরে নস্টালজিক হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘সবুজের আলতো পথ’। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নোবেল বলেন, একটু ব্যতিক্রমধর্মী চরিত্রে আমি এ নাটকে অভিনয় করেছি। নাটকের গল্পটা খুবই কষ্টের। নোবেল জানান, জীবনঘেঁষা এ নাটকে উঠে এসেছে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে ভালবাসায় ভুল বোঝাবুঝির গল্প। তিনি বলেন, আমাদের জীবনের বাস্তবতা অনেক সময় আসলেই খুবই কঠিন। বাস্তবতাটা অনেক সময় সবচেয়ে আপন মানুষটিকেও দূরে সরিয়ে দেয়। এ ধরনের একটি গল্প এ নাটকে আমরা দেখতে পাব। এ রকম ঘটনা আসলে যে কোন মানুষের জীবনেই ঘটতে পারে। নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন প্রসূন রহমান। বতর্মান সময়ের প্রেক্ষাপটে নাটকটির প্রাসঙ্গিকতা প্রসঙ্গে নির্মাতা কৌশিক শংকর দাস বলেন, একজন নির্মাতা কোন্ সময়টাকে দর্শকের কাছে গল্পটাকে উপস্থাপন করছে তার ওপর র্নিভর করে গল্পের প্রাসঙ্গিকতা। যেহেতু আমরা বতর্মান সময়েই নাটকের দৃশ্যধারণের কাজ করছি সেহেতু এটি বতর্মান সময়েরই গল্প। এখানে সমাজ পরিবর্তনে কোন বার্তা নেই। এটি শুধুই একটি দম্পতির জীবনে ঘটে যাওয়া একটি দুর্ঘটনার গল্প। ঈদ-উল-আযহা উপলক্ষে এনটিভির পর্দায় সাতটি নাটক নিয়ে সাজানো হয়েছে ‘ভালোবাসার সাত রঙ’ আয়োজনটি। এ আয়োজনের অংশ হিসেবেই প্রচারিত হবে নোবেল ও মৌ অভিনীত নাটকটি।
×