ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোটার দাবিতে হাব সমন্বয় পরিষদের অবস্থান কর্মসূচী

প্রকাশিত: ০৪:৪১, ২৮ আগস্ট ২০১৬

কোটার দাবিতে হাব সমন্বয় পরিষদের অবস্থান কর্মসূচী

স্টাফ রিপোর্টার ॥ অপেক্ষমাণ কোটা বঞ্চিত হজযাত্রীদের পাঠাতে কোটা আদায়ে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়ে এহরামের কাপড় পরে অবস্থান কর্মসূচী পালন করেছে হাব সমন্বয় পরিষদ। শনিবার বেলা ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচী পালন করা হয়। এতে অপেক্ষমাণ ২০ হাজার হজযাত্রীকে পাঠাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। এ সময় অভিযোগ করে বলা হয়, সৌদি সরকার ১১ হাজার ৫৬ জনের কোটা দিতে চাইছে। কিন্তু অদৃশ্য কারণে ধর্মমন্ত্রী ও হাব সেই কোটা নিচ্ছে না। নানা ঝামেলার যুক্তি দেখিয়ে হজযাত্রীদের হজে যাওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে। পরিষদের আহ্বায়ক রুহুল আমিন মিন্টুর নেতৃত্বে অবস্থান কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের সদস্য সচিব ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক রেজাউল করীম উজ্জল, মাওলানা ক্বারী গোলাম মোস্তফাসহ অন্যরা। মোহাম্মদপুরে ৫ ডাকাত আটক স্টাফ রিপোর্টার ॥ ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতদল ও ছিনতাইকারীদলের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে উদ্বার করা হয় অস্ত্র, প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিক্সা। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, অস্ত্রধারী কজন ডাকাত শুক্রবার রাত দুটার বসিলা সিটি গার্ডেন আবাসিক এলাকার বাউন্ডারি দেয়াল দিয়ে ঘেরা একটি জায়গায় একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। র‌্যাব সেখানে হানা দিলে তাদের উপস্থিতি টের পেয়ে একটি প্রাইভেটকারযোগে দ্রুত পালানোর চেষ্টা চালায়। র‌্যাব চারদিক থেকে তাদের ঘেরাও করে ফেললে আর পালাতে পারেনি। এ সময় আটক করা হয় মোঃ আক্তার (৫০), মোঃ ইমদাদ সরদার (৩৫), মোঃ শানু (৪৪), আব্দুল কুদ্দুস খালাসী (৪০) ও মোঃ ইয়াকুব হাওলাদারকে (৪০)। এদের মধ্যে ইমদাদ সরদারের দেহ তল্লাশি করে তার কোমরে থাকা ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রাজধানীতে বিপুল পরিমাণ নকল লুব্রিক্যান্ট জব্দ স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সবুজবাগ নন্দীপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল লুব্রিক্যান্ট জব্দ করেছে র‌্যাব। ওই এলাকার সিনকো নামের একটি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। র‌্যাব পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, ওই প্রতিষ্ঠান থেকে এসব নকল মাল উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। শনিবার সেখানে অভিযান চালানোর সময় দেখা যায়, বিশ্বের নামীদামি সব ব্র্র্যান্ডের কন্টেনার ও লেভেলের মজুদ।
×