ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘আকাশবাণী মৈত্রী’ বেতার কেন্দ্র চালু

প্রকাশিত: ০৫:৪৮, ২৪ আগস্ট ২০১৬

‘আকাশবাণী মৈত্রী’ বেতার কেন্দ্র চালু

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে মৈত্রীর বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে কলকাতায় বাংলা বেতার কেন্দ্র ‘আকাশবাণী মৈত্রী’ চালু করা হয়েছে। মঙ্গলবার কলকাতার গবর্নর হাউসে আনুষ্ঠানিকভাবে এই বেতার কেন্দ্রটির উদ্বোধন করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আকাশবাণী মৈত্রী বেতার কেন্দ্র উদ্বোধনকালে প্রণব মুখার্জী বলেন, আজকের এই ঐতিহাসিক দিনে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। আকাশবাণীর এটি এক অভিনব প্রয়াস। আকাশবাণী মৈত্রীর এই সূচনার মাধ্যমে ভারত ও বাংলাদেশের মৈত্রীর বন্ধন আরও সুদৃঢ় হবে। এই প্রয়াস বিশ্বের বাংলাভাষীদের কাছে নতুন দিগন্তের সূচনা করবে। প্রণব মুখার্জী আরও বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের অভিন্ন ইতিহাস, ভাষা ও সংস্কৃতি রয়েছে। দুই দেশের সমৃদ্ধি ও বিকাশের জন্য আকাশবাণী মৈত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আমি নিশ্চিত, আকাশবাণী মৈত্রী আমাদের মন জয় করবে। কৃষি, শিক্ষা, গবেষণা, চারুকলা, শিল্প, প্রযুক্তি ও বিজ্ঞানের অভিজ্ঞতার বিনিময় হলে দুই দেশই উপকৃত হবে। আমি নিশ্চিত, আকাশবাণী মৈত্রীর এই প্রয়াস বিশ্বের বাংলাভাষীদের কাছে পৌঁছাবে। ভারতের রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা আমাদের মনে আছে। সেই দিনের আকাশবাণীর ভূমিকার কথা আজও মানুষের মনে গেঁথে রয়েছে। এছাড়া সার্কের উন্নয়নের জন্য ভারত ও বাংলাদেশ একযোগে কাজ করতে পারে। আকাশবাণী বেতার কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি, প্রসার ভারতীর প্রধান নির্বাহী জহর সরকার, অল ইন্ডিয়া রেডিওর মহাপরিচালক ফৈয়াজ শাহরিয়াসহ বিশিষ্ট ব্যক্তিরা। সূত্র জানায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আকাশবাণী বেতার বিশেষ ভূমিকা পালন করে। ইতিহাসের সেই ভূমিকাকে প্রাধান্য দিয়ে এবার আকাশবাণী মৈত্রী বেতার প্রতিষ্ঠা করা হয়েছে। তবে আকাশবাণী মৈত্রী বেতার কেন্দ্রটি গড়া হয়েছে মূলত বাংলাদেশের শ্রোতাদের জন্য। প্রতিদিন ১৬ ঘণ্টা করে বাংলা অনুষ্ঠানমালা প্রচার করা হবে। বেতারটি বাংলাদেশ ও ভারত থেকে ৫৯৪ কিলোহার্জে প্রচারিত হবে। আকাশবাণী মৈত্রী বেতার চালুর বিষয়ে রাষ্ট্রপতি এ্যাডভোকেট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ভারতীয় কর্তৃপক্ষের নিকট শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তারা বলেছেন, আকাশবাণী মৈত্রী বেতার প্রচারের মাধ্যমে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে বন্ধন আরও জোরালো হবে।
×