ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্নীতি প্রতিরোধ কর্মশালা

প্রকাশিত: ০৬:৩৫, ২২ আগস্ট ২০১৬

দুর্নীতি প্রতিরোধ কর্মশালা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ বলেছেন, দুর্নীতিবাজ কর্মকর্তাদের কোন ছাড় দেয়া হবে না, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। রবিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘গণশুনানি ও জনগণের ক্ষমতায়ন’ শীর্ষক দুর্নীতি প্রতিরোধমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুদক কমিশনার বলেন, দুর্নীতি রোধে দেশের মানুষকে সচেতন করতে হবে। না হয় এটি সহনীয় পর্যায়ে আনা সম্ভব নয়। দুর্নীতি রোধে দেশের মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে, দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে। কর্মশালায় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা ও দুদক চট্টগ্রামের পরিচালক আজিজ ভূঁইয়া বক্তব্য দেন।
×