ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিসে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৬

প্রকাশিত: ০৪:১৯, ২১ আগস্ট ২০১৬

নিসে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৬

ফ্রান্সের নিস শহরে জনতার ওপর লরি উঠিয়ে দিয়ে চালানো সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৬ জনে দাঁড়িয়েছে। ১৪ জুলাই বাস্তিল দিবস উদযাপনের রাতে নিসের ভূমধ্যসাগর তীরবর্তী বিখ্যাত প্রমেনেদ দেজাঙ্গল চত্বরে হামলাটি চালানো হয়েছিল। খবর বিবিসির। ফরাসী এক কর্মকর্তা জানিয়েছেন, ওই হামলায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার রাতে ৮৩ জন নিহত হওয়ার পর এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন তিন জনের মৃত্যু হলো। এতে নিস হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৮৬ জন হলো। সবশেষ মারা যাওয়া আহতের নাম প্রকাশ করা হয়নি। তার স্ত্রী ও দুই সন্তান আছে বলে জানানো হয়েছে। ফ্রান্সে বসবাসকারী তিউনিসিয়ায় জন্ম নেয়া মোহামেদ ল্যউইজ বুলেল হামলাটি চালিয়েছিল। তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে। নিহতদের মধ্যে ১০ জন শিশু-কিশোর রয়েছে। শীর্ষে ডুয়ো এ্যাপ সামাজিক যোগাযোগ মাধ্যম স্কাইপ ও মেসেঞ্জারকে টেক্কা দিতে গুগল এনেছে ডুয়ো এ্যাপ। এক সপ্তাহের মধ্যেই এটি শীর্ষে উঠে গেছে। ডুয়োর কারিগরি টিমের প্রধান জাস্টিন উবারটি এক টুইটে এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যায়। ১৬ আগস্ট এ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ডিভাইস ও আইওএস এ্যাপ উন্মুক্ত করে গুগল। -সিনেট নিসেও নিষিদ্ধ বুরকিনি ফ্রান্সের সমুদ্র তীরবর্তী বিনোদন কেন্দ্র নিস শহরেও বুরকিনি নিষিদ্ধ করা হয়েছে। শরীর ঢেকে রাখা ইসলামিক সাঁতারের পোশাক নিষিদ্ধ করা নিয়ে ধর্মনিরপেক্ষ দেশটিতে বিতর্কের সৃষ্টি হয়েছে। এদিকে নিষিদ্ধ ঘোষণার এক সপ্তাহের মধ্যে বুরকিনি পরা নারীদের প্রত্যেককে ৩৮ ইউরো জরিমানা করা হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলের ১৫টি শহরসহ বুরকিনি নিষিদ্ধ করা অন্য শহরগুলোর মধ্যে রয়েছে কান, ভিন্নাভ লুবের সমুদ্রসৈকত ও করসিকা দ্বীপ। এএফপি
×