ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে মসজিদ ও মুসলমানদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:১১, ১৯ আগস্ট ২০১৬

যুক্তরাষ্ট্রে মসজিদ ও মুসলমানদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ যুক্তরাষ্ট্রে মসজিদ ও মুসলিম-আমেরিকানদের নিরাপত্তায় যথাযথ পদক্ষেপ গ্রহণ ও বাংলাদেশী ইমামসহ মুসল্লিকে গুলি করে হত্যার দায়ে আটক ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বুধবার সন্ধ্যায় নিউইয়র্কে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। গত ১৩ আগস্ট জোহর নামাজ শেষে বাসায় যাওয়ার সময় ওজনপার্কে আল ফোরকান জামে মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন আকুঞ্জি (৫৫) ও তার সহকারী তারা মিয়াকে (৬৪) গুলি করে হত্যার প্রতিবাদে এ কর্মসূচীর আয়োজন করে নিউইয়র্কস্ত বাংলাদেশ সোসাইটি। অংশগ্রহণকারীদের হাতে ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘স্টপ হেট ক্রাইম’, মুসলিম লাইভস ম্যাটার’, ‘্উই ডিমান্ড জাস্টিস’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড ও ব্যানার। ইমামসহ মুসল্লি হত্যার মামলায় অস্কার মরেলকে (৩৫) গ্রেফতারের পর তার ঘর থেকে পয়েন্ট ৩৮ ক্যালিবারের রিভলবারটিও উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, ভিডিও ফুটেজে যে পোশাকে তাকে দৌড়ে পালাতে দেখা যায়, সেই পোশাকটিও পুলিশ উদ্ধার করেছে। এতদসত্ত্বে ও সে কেন নিজেকে নির্দোষ দাবি করছে তা নিয়ে বিক্ষোভ-সমাবেশ থেকেও প্রশ্নের উদ্রেক করেছেন অনেকে। বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু এ প্রসঙ্গে বলেন, ‘গ্রেফতারকৃত ব্যক্তিই ঘাতক-এতে কোন সন্দেহ-সংশয়ের অবকাশ থাকতে পারে না। তাই তার সর্বোচ্চ তথা আজীবন (নিউইয়র্ক অঙ্গরাজ্যে মৃত্যুদ-ের বিধান নেই) কারাদ- দাবি করছি।’ আজমল হোসেন কুনুর এ বক্তব্যের পরিপূরক মন্তব্য করেছেন নিউইয়র্কের পুলিশ ডিপার্টমেন্টের কমিশনার উইলিয়াম ব্র্যাটন।
×