ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাট্যস্নান অঙ্গন সেরা ‘৯’ প্রতিযোগিতা

প্রকাশিত: ০৪:১০, ১৮ আগস্ট ২০১৬

নাট্যস্নান অঙ্গন সেরা ‘৯’ প্রতিযোগিতা

সংস্কৃতি ডেস্ক ॥ নাট্য সংগঠন নাট্যস্নানের শিশুতোষ শাখা ‘নাট্যস্নান অঙ্গন’এর উদ্যোগে দেশব্যাপী আয়োজন করা হয়েছে থানাভিত্তিক স্কুল শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠান ‘নাট্যস্নান অঙ্গন সেরা ‘৯’ ২০১৬’। প্রতিযোগিতার বিশেষ পর্বে ভাগ করে তা পর্যায়ক্রমে কিডস টিভি এবং আরটিভিতে প্রচার করা হবে। দেশব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতার সমন্বয় করছেন নাট্যস্নানের প্রধান, টিভি নাট্যকার ও নাট্য পরিচালক নীহাজ খান। আয়োজক কর্তৃপক্ষ আশা করছেন এই প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী শিশুদের বাছাই করা সম্ভব হবে। এই শিশুরা এক সময় সেলিব্রেটি হিসেবে পরিচিতি পাবে। এ প্রসঙ্গে নীহাজ খান জানান তিনটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বিষয়গুলো হলো (ক) নাচ (খ) গান ও (গ) অভিনয়। এ প্রতিযোগিতার জন্য দেশের প্রতিটি থানায় একটি করে জোন নির্ধারণ করা হয়েছে। যে জোনে ঐ থানার আওতাধীন সকল স্কুলের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে বলা হচ্ছে। আয়োজক সূত্রে জানা গেছে এ প্রতিযোগিতাটি মোট ১২টি পর্বে পরিচালিত হবে। প্রথম তিনটি পর্ব প্রাথমিক সিলেকশন পর্ব। আর এই তিনটি পর্ব কিডস টিভিতে প্রচার হবে। বাকি ৯টি পর্ব আরটিভিতে প্রচার হবে। প্রতিযোগিতার ১২টি পর্বের তিনটি বিষয় থেকে সেরা মোট ৯ প্রতিযোগির জন্য থাকবে শিক্ষাবিষয়ক আকর্ষণীয় পুরস্কার। নীহাজ খান জানান আরও জানান নাট্যস্নান এতদিন শুধু বড়দের নিয়ে নাটক মঞ্চায়ন করে আসছিল। এ প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে কাজ করবে। বিশেষ করে শিশুদের সংস্কৃতি চর্চায় এগিয়ে নেয়া এবং সংস্কৃতি অঙ্গনে শিশুদের ভাল একটা প্লাটফর্ম তৈরি করার জন্য ‘নাট্যস্নান অঙ্গন’ এর যাত্রা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সহযোগিতার জন্য আহ্বান জানান তিনি। বিশেষ করে এই আয়োজন সফলভাবে সমাপ্তর জন্য তিনি দেশের বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন তিনি।
×