ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জিহ্বা দিয়ে লেখা...

প্রকাশিত: ০৬:০২, ১৭ আগস্ট ২০১৬

জিহ্বা দিয়ে লেখা...

তানজানিয়ার ২৫ বছর বয়সী নারী ওয়াকোন্টা কাপুন্ডা একজন চিত্রনাট্যকার। কিন্তু তিনি পক্ষাঘাতগ্রস্ত। বর্তমানে এই নারী জিহ্বা ব্যবহার করে তাঁর স্ক্রিপ্টগুলো লিখে থাকেন। চার বছর আগে এক গাড়ি দুর্ঘটনার কারণে তিনি পক্ষাঘাতগ্রস্ত হন। একদিন পায়ের কাছে থাকা মোবাইল ফোনটি বাজতে থাকার সময় তা ধরতে পারেননি ওয়াকোন্টা। কারণ তাঁর হাত-পা সব অসাড়। সেদিনই সিদ্ধান্ত নিলেন মুখ ব্যবহার করে তিনি ফোনের উত্তর দেবেন এবং স্ক্রিপ্টগুলোও মুখ ব্যবহার করেই লিখবেন। শুরু হলো প্রাণান্ত চেষ্টা। কয়েকটি বালিশের ওপর মোবাইল রেখে প্রথমে থুতনি দিয়ে টাইপ করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে জিহ্বা দিয়ে চেষ্টা শুরু। এভাবে কয়েকদিনের প্রচেষ্টার পর সফলতা আসে। তিনি জানান, প্রথমে জিহ্বা দিয়ে টাইপ করাটা বেশ কষ্টকর ছিল। জিহ্বা ব্যথা করত এবং তাঁর মাথাও ঘুরাত। কিন্তু পরে অনুশীলনের মাধ্যমে আস্তে আস্তে দক্ষ হয়ে ওঠেন তিনি। এখন জিহবা দিয়ে লেখা চলচ্চিত্র দিয়ে মানুষের মধ্যে সচেতনতা জাগাতে চান ওয়াকোন্টা। -বিবিসি ও গ্লোবো ডটকম অবলম্বনে
×