ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওভাল টেস্ট

ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ ড্র

প্রকাশিত: ০৮:২৬, ১৫ আগস্ট ২০১৬

ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে ১০ উইকেটে জিতে সিরিজ ২-২ ব্যবধানে ড্র করে নিল পাকিস্তান। ইউনিস খানের ডাবল শতকের পর ইয়াসির শাহ’র (৫/৭১) স্পিন ঘূর্ণিতেই কুপোকাত হয় ইংলিশরা। কেনিংটন ওভালে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে মঈন আলীর ১০৮ রানে ৩২৮ রান করে ইংল্যান্ড। জবাবে ইউনিস খানের ২১৮ ও আসাদ শফিকের ১০৯ রানে ৫৪২ রান করে পাকিস্তান। প্রথম ইনিংসেই ২১৪ রানে এগিয়ে যায় মিসবাহ উল হকের দল। তৃতীয় দিনে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হওয়ার পর দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড। সেদিনই বিপাকে পড়ে। ৭৪ রান করতেই ৪ উইকেট হারায়। এরমধ্যে তিন উইকেটই শিকার করেন ইয়াসির শাহ। দিন শেষে ৮৮ রান স্কোরবোর্ডে জমা করে ইংল্যান্ড। চতুর্থ দিনে এসে ২৫৩ রান করতেই গুটিয়ে যায় স্বাগতিকরা। এদিন বাকি থাকা ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করে এ্যালিস্টার কুকের দল। পাকিস্তানের সামনে জিততে ৪০ রানের টার্গেট দাঁড় হয়। কোন উইকেট না হারিয়ে অপরাজিত দুই ব্যাটসম্যান আজহার আলীর ৩০ ও সামি আসলামের ১২ রানে ১৩.১ ওভারে ৪২ রান করে জিতে যায় পাকিস্তান। সেই সঙ্গে সিরিজও ২-২ ব্যবধানে ড্র করে।
×