ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শহীদুল্লাহ হলের পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৮:০৪, ১৪ আগস্ট ২০১৬

শহীদুল্লাহ হলের পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ হলের পুকুরে গোসল করতে নেমে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিমানবন্দর থানার কাউলা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে বংশালে একটি আবাসিক ভবনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। শনিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এসব তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, শহীদুল্লাহ হলের পুকুরে গোসল করতে নেমে মোহাম্মদ আলী নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আলী বংশালের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র ছিল। তার বাবার নাম আব্দুল হাই। গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল ৩টার দিকে সাত বন্ধুসহ আলী শহীদুল্লাহ হলের পুকুরে আসে সাঁতার কাটতে। এ সময় চার বন্ধু গোসল করতে নামলেও তিনজন নামেনি। কিছুক্ষণ পর আলী পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পুকুর থেকে স্কুলছাত্র মোহাম্মদ আলীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু ॥ রাজধানীর বিমানবন্দর থানার কাউলা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শনিবার সকাল ৮টার দিকে বিমানবন্দার রেলওয়ে স্টেশনের কাউলা এলাকায় রেললাইন পার হচ্ছিলেন অজ্ঞাত ওই ব্যক্তি। এ সময় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আগুন ॥ রাজধানীর বংশাল এলাকার একটি ভবনের দোতলায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুনে ওই ভবনে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
×