ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ক্রিমিয়ায় বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাল রাশিয়া

প্রকাশিত: ০৬:১৮, ১৪ আগস্ট ২০১৬

ক্রিমিয়ায় বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাল রাশিয়া

রাশিয়া ক্রিমিয়ায় নতুন বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে বলে রুশ সামরিক বাহিনী জানিয়েছে। রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ শুক্রবার বলেছেন, সঙ্কট আরও ঘনীভূত হলে ইউক্রেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করতে বাধ্য হতে পারে রাশিয়া। খবর বিবিসি অনলাইনের। রুশ মিডিয়া বলেছে, ইউক্রেনের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা শুরু হওয়ার আগে গত মাসে সেখানে সৈন্যদের জন্য এস-৪০০ ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র পাঠানোর উদ্যোগ নেয়া হয়। ক্রিমিয়ায় আগামী সপ্তাহে ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্রের (ডব্লিউএমডি) হামলার আদলে মহড়া অনুষ্ঠানেরও ঘোষণা দিয়েছে মস্কো। রাশিয়া এ সপ্তাহে বলেছে, মস্কো এর ইউক্রেনীয় নাশকতামূলক মিশন ব্যর্থ করে দিয়েছে। রাশিয়া ক্রিমিয়ায় অন্তর্ঘাতকদের পাঠানোর চেষ্টার অভিযোগ এনেছে ইউক্রেনীয় সরকারের বিরুদ্ধে এবং এ ষড়যন্ত্র নস্যাতের অভিযানে ১ সৈন্য ও গুপ্ত পুলিশের ১ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে। ইউক্রেন রাশিয়ার অভিযোগ অস্বীকার করেছে এবং কিয়েভ ক্রিমিয়া সংলগ্ন সীমান্তে এবং রুশ সমর্থিত বিদ্রোহীদের মুখোমুখি রণাঙ্গনে এর সৈন্যদের সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছে। পূর্বাঞ্চলে দোনেৎস্ক ও লুহানস্কের কিছু অংশ রুশ সমর্থিত বিদ্রোহীদের দখলে রয়েছে। রাশিয়া ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করে নিজের ভূখ-ভুক্ত করে নেয়। আয়কর রিটার্ন প্রকাশ না করায় ট্রাম্পের সমালোচনা হিলারির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন তার ২০১৫ সালের আয়কর রিটার্ন শুক্রবার প্রকাশ করেছেন। ট্রাম্প তার আয়কর রিটার্ন প্রকাশ না করায় তিনি তার সমালোচনা করেছেন। হিলারির প্রচার ওয়েবসাইটের ডকুমেন্ট থেকে জানা গেছে, তিনি এবং তার স্বামী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের দেয়া তথ্যমতে, ২০১৫ সালে তাদের আয়ের পরিমাণ ছিল এক কোটি ছয় লাখ মার্কিন ডলার। তারা ফেডারেল আয়কর দিয়েছেন ৩৬ লাখ মার্কিন ডলার। ক্লিনটন দম্পতি পেশাজীবনের বিভিন্ন সময়ে ১৯৭৭ সাল থেকে সবসময়ই তাদের আয়কর রিটার্ন প্রকাশ করে আসছেন। -এএফপি
×