ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীর স্কুল-কলেজে জঙ্গীবাদবিরোধী মানববন্ধন ও অবস্থান কর্মসূচী

প্রকাশিত: ০৫:৫২, ১৪ আগস্ট ২০১৬

রাজধানীর স্কুল-কলেজে জঙ্গীবাদবিরোধী মানববন্ধন ও অবস্থান কর্মসূচী

স্টাফ রিপোর্টার ॥ মানববন্ধন ও অবস্থান কর্মসূচীতে অংশ নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে জঙ্গীবাদ মুক্ত করার অঙ্গিকার করলেন রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। শনিবার সকালে কর্মসূচীতে অংশ নিয়ে তারা বলেছেন, ‘হটাবো জঙ্গী বাঁচাবো দেশ, আমরাই গড়বো সন্ত্রাসমুক্ত বাংলাদেশ।’ জঙ্গীবাদে জড়িয়ে পড়া শিক্ষার্থীদের সুন্দর জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। জঙ্গীবাদবিরোধী কর্মসূচী পালিত হয় গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, শেরেবাংলা নগন গার্লস স্কুল, মোহাম্মদপুর মডেল স্কুল এ্যান্ড কলেজ, ট্রাস্ট স্কুল এ্যান্ড কলেজ, আব্দুর রাজ্জাক স্কুল এ্যান্ড কলেজ, খিলগাঁও আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, হামদর্দ পাবলিক কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে। গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল সংলগ্ন রাস্তার পাশে আয়োজিত কর্মসূচীতে অংশ নেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আরও ছিলেন শিক্ষা সচিব মোঃ সোহরাব হোসাইন, এনটিআরসিএ’র চেয়ারম্যান এ.এম.এম. আজহার, ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন মোল্লা, কলেজের অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা জেলা প্রশাসক সালাহ উদ্দীন প্রমুখ। স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জঙ্গীবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচীতে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী জঙ্গীবাদ প্রতিরোধে সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই কর্মসূচী পালিত হয় মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে। প্রতিষ্ঠানের শত শত শিক্ষক-শিক্ষার্থী কর্মসূচীতে অংশ নিয়ে দেশকে জঙ্গীমুক্ত করার অঙ্গিকার করেন। কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম, গবর্নিং বডির সদস্য ও স্থানীয় ওয়ার্ড কমিশনার গোলাম আশরাফ তালুকদারসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন কর্মসূচীতে। মোহাম্মদপুর মডেল স্কুল এ্যান্ড কলেজে সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচী পালিত হয়। কলেজের অধ্যক্ষ লে. কর্নেল কাজী শরীফ উদ্দিন, উপাধ্যক্ষ, শিক্ষক ম-লী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মানববন্ধনে অধ্যক্ষ লে. কর্নেল কাজী শরীফ উদ্দিন বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ শিক্ষাজীবন ও শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে। এ বিষয়ে সকলকে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে। একই কর্মসূচী পালন করে শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। সকালে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে তারা জঙ্গীবাদবিরোধী এ কর্মসূচী পালন করে। কর্মসূচীতে কয়েক শ’ শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। রামপুরা বনশ্রীর আব্দুর রাজ্জাক স্কুল এ্যান্ড কলেজে পালিত মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীরা। তারা জঙ্গীবাদবিরোধী সেøাগান সম্বলিত ব্যানার হাতে দাঁড়িয়ে কর্মসূচীতে অংশ নেয়। সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে করণীয় ও সচতেনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচী পালন করে ট্রাস্ট স্কুল এ্যান্ড কলেজ। সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী এসব সেøাগান সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে ট্রাস্ট স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ বশির আহাম্মেদ ভূঁইয়ার নেতৃত্বে কয়েক শত ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ ক্যাম্পাসসমূহের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কর্মসূচী পালন করেন। ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনে লেখা ছিল, ‘সন্ত্রাস ও জঙ্গীবাদ রুখে দাঁড়াও/দেশকে ভালোবাসুন জঙ্গীবাদ প্রতিরোধ করুন/জঙ্গীবাদ ছাড়ো সুন্দর জীবন গড়ো/সন্ত্রাস নয় শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই/সংস্কৃতির চর্চা করি, জঙ্গীবাদ উপড়ে ফেলি/হাতে হাতে রাখো হাত, তাড়াও সন্ত্রাস জঙ্গীবাদ/সন্ত্রাস ও জঙ্গীবাদ মানি না/আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গীবাদের স্থান নেই/সুশিক্ষা গ্রহণ করি, জঙ্গীবাদ ধ্বংস করি/সন্ত্রাস ও জঙ্গীবাদ শিক্ষা জীবন ও শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে/সন্ত্রাস ও জঙ্গীবাদ শান্তি-শৃঙ্খলা বিনষ্ট ও উন্নয়ন ব্যাহত করে/জঙ্গীবাদ নিপাত যাক, সবার জীবন নিরাপদ থাক/সন্ত্রাস নয় শান্তি চাই শঙ্কামুক্ত জীবন চাই/সন্ত্রাস বা জঙ্গী নয়, আমরা শান্তি ও মানবতার পক্ষে/সন্ত্রাস ও জঙ্গীমুক্ত সম্প্রীতির বাংলাদেশ চাই/হটাবো জঙ্গী বাঁচাবো দেশ, আমরাই গড়বো সন্ত্রাসমুক্ত বাংলাদেশ/ধর্মের নামে মানুষ হত্যা সন্ত্রাস-জঙ্গীবাদ মানি না মানবো না/সাম্প্রদায়িক ঐক্যের বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গীবাদের ঠাই নেই।
×