ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলামেইলের ৩ সাংবাদিক কারাগারে

প্রকাশিত: ০৬:৩৫, ১০ আগস্ট ২০১৬

বাংলামেইলের ৩ সাংবাদিক কারাগারে

কোর্ট রিপোর্টার ॥ গুজব ছড়ানোর অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে মামলায় অনলাইন নিউজ পোর্টাল বাংলা মেইলের ভারপ্রাপ্ত সম্পাদকসহ তিনজনকে রিমান্ডে নেয়ার আবেদন আদালত নাকচ করেছে। পল্টন থানার এসআই মিজানুর রহমান গতকাল বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও স্টাফ রিপোর্টার প্রান্ত পলাশকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড নেয়ার অনুমতি চায় পুলিশ। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম গোলাম নবী আবেদন নাকচ করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিদের রিমান্ডের বিরোধিতা ও জামিনের আবেদন করেছিলেন তাদের আইনজীবী মুবিনুল ইসলাম ও প্রিয়লাল সাহা। মুবিনুল শুনানিতে বলেন, যে সংবাদটি নিয়ে ফেসবুকে হই চই হচ্ছে, তা রাষ্ট্রের স্বার্থে পরিবেশন করা হয়েছিল। কিন্তু র‌্যাব সেটা বুঝতে পারেনি। তিনি আরও বলেন, ‘কথিত এক নিউজ পোর্টালে যে সংবাদ প্রকাশিত হয়েছিল সেটি ছিল একটি মিথ্যা সংবাদ। ওই গুজবে যাতে জনগণ কান না দেয়, সে বিষয়েই বাংলামেইলের খবরে সতর্ক করা হয়েছিল। সরকার, প্রধানমন্ত্রী বা তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে খাটো করার কোন উদ্দেশ্য ছিল না।’ এ্যাডভোকেট মুবিনুল জনকণ্ঠকে বলেন, শুনানি শেষে বিচারক রিমান্ড আবেদন নাকচ করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
×