ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

শেরপুরে ২৫৬ টন চাল উৎপাদন ক্ষমতার অটোরাইস মিল উদ্বোধন

প্রকাশিত: ০৬:০০, ৮ আগস্ট ২০১৬

শেরপুরে ২৫৬ টন চাল উৎপাদন ক্ষমতার অটোরাইস মিল উদ্বোধন

খাদ্য উদ্বৃত্ত অঞ্চল শেরপুরে এবার উদ্বোধন করা হয়েছে দৈনিক ২শ’ ৫৬ মেট্রিক টন চাল উৎপাদন ক্ষমতার অটোরাইস মিল। ৬ আগস্ট শনিবার বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জুলগাঁও এলাকায় ওই রাইস মিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকারদলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। এ উপলক্ষে ওই মিলের উদ্যোক্তা-স্বত্বাধিকারী, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট আব্দুল হালিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা ও জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারী। -নিজস্ব সংবাদদাতা, শেরপুর
×