ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একই সঙ্গে দুই দেশে...

ঝলক

প্রকাশিত: ০৫:৩৭, ৫ আগস্ট ২০১৬

ঝলক

একই সঙ্গে দুই দেশে রাত কাটাতে চান? হোটেল আরবেজে রুম ভাড়া নিন। কারণ লা কিওর গ্রামে অবস্থিত এই হোটেলটি ফরাসী ও সুইস সীমান্তের উপরেই তৈরি। হোটেলের অবস্থান এমন যে অর্ধেকটা পড়েছে ফ্রান্সে, অর্ধেকটা সুইজারল্যান্ডে। এমনকি হোটেলের কামরাগুলোয় বিছানা এমনভাবে ফেলা হয়েছে যাতে শুলে পায়ের অংশ থাকবে এক দেশে আর মাথার অংশ আরেক দেশে। চণ্ডে নাস্ট ট্র্যাভেলারের এক প্রতিবেদনে বলা হয়, হোটেলের হানিমুন স্যুইটটা দু’দেশের মাঝখানে ভাগ করে বানানো হয়েছে। হোটেলের কিছু কামরা রয়েছে পুরোপুরি দুই দেশে। হোটেলে অতিথিদের আপ্যায়নে দুই দেশের ঐতিহ্যই মানা হয়। এটি তৈরি করা হয়েছিল ১৮৬০ সালের পরপর। ১৮৬২ সালে সীমান্ত নির্ধারণ নিয়ে ফ্রান্স ও সুইজারল্যান্ড যখন নতুন করে চুক্তিতে আসে তার পরপরই এখানে বানানো হয় একটি মুদির দোকান। ১৯২১ সালে ঐ ভবনকে হোটেলে রূপান্তর করা হয়।
×